হলদিয়া বন্দরে গাড়ির ড্রাইভার নিয়োগ কে কেন্দ্র করে বিক্ষোভ!শিল্প এলাকায় দীর্ঘদিন ধরে বন্দরের ভিতরে গাড়ি চালাত যে সকল ড্রাইভার। তারা কন্টাকটারে আন্ডারে কাজ করতো। বন্দরে স্থায়ী শ্রমিক নেওয়ার ক্ষেত্রে সেই ট্রান্সপোর্ট এজেন্সি …
হলদিয়া বন্দরে গাড়ির ড্রাইভার নিয়োগ কে কেন্দ্র করে বিক্ষোভ!
শিল্প এলাকায় দীর্ঘদিন ধরে বন্দরের ভিতরে গাড়ি চালাত যে সকল ড্রাইভার। তারা কন্টাকটারে আন্ডারে কাজ করতো। বন্দরে স্থায়ী শ্রমিক নেওয়ার ক্ষেত্রে সেই ট্রান্সপোর্ট এজেন্সি বহিরাগত মানুষদের কাছ থেকে টাকার বিনিময়ে চাকরি দিচ্ছে এমনই অভিযোগ উঠে এলো। বহিরাগত ড্রাইভার কাজ করতেন এসেছিলেন তার কাছ থেকে সমস্ত বিষয় জানতে পারলেন বিগত দিনে যে সকল ড্রাইভাররা ছিলেন। তারা অবিলম্বে যারা পুরাতন ড্রাইভার কাজ করতেন তাদেরকে নেওয়ার জন্য আবেদন করলেন। তবে এই ঘটনাকে কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন হলদিয়া বন্দরটাকে লুটে খাচ্ছে বর্তমান সরকার । বন্দরের ভিতরে কাজ দেওয়ার নাম করে ড্রাইভার সিকিউরিটি ডেলি লেবার নিয়োগের ক্ষেত্রেও লক্ষ লক্ষ টাকা ঘুষ নিচ্ছে এই সরকারের কোর কমিটির সদস্যরা। অবিলম্বে যারা পয়সার বিনিময়ে বহিরাগত কাজে ঢুকছেন তাদেরকে বাদ দিয়ে যারা বন্দরের ভিতরে ড্রাইভিং করতেন তাদেরকে নেওয়া দাবি করলেন । তিনি বলেন ২০২৬ যত এগিয়ে আসছে শাসকদলের নেতারা পাগল হয়ে যাচ্ছে। তাই শেষ মুহূর্তের লুটেপুটে খাওয়ার চেষ্টা করছে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ এবং বন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী।

No comments