স্বর্গ পথে পাড়ি দিলেন গৌরীশংকর বিজলী! অবিভক্ত পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার এলাকায় মহকুমার আদালত গড়ে ওঠে সেই আদালতে বিবাহ ম্যারেজ রেজিস্টার হিসেবে প্রথম পথ চলা শুরু করেন গৌরী শংকর বিজলী। ১৯৯৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্…
স্বর্গ পথে পাড়ি দিলেন গৌরীশংকর বিজলী!
অবিভক্ত পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার এলাকায় মহকুমার আদালত গড়ে ওঠে সেই আদালতে বিবাহ ম্যারেজ রেজিস্টার হিসেবে প্রথম পথ চলা শুরু করেন গৌরী শংকর বিজলী। ১৯৯৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত নিষ্ঠার সঙ্গে আদালতে কাজ করছিলেন গৌরীশংকরবাবু। দীর্ঘদিন বয়সের ভারে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন কলিকাতা দিশান হাসপাতালে। বয়স হয়েছিল প্রায় ৯২ বছর। বয়সের ভারাক্রান্ত, অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার কলিকাতা দিশান হাসপাতালে বেলা ১২ঃ৩৫ মিনিট পরলোক গমন করেন। গৌরীশংকর বাবু জন্ম অবিভক্ত সুতাহাটা বিধানসভার অন্তর্গত বনগোপালপুর। গৌরীশংকর বাবুর মৃত্যুতে হলদিয়া মহকুমার আদালত বিভিন্ন আইনজীবীরা শোকাহত হয়ে পড়েন। মৃত্যু সংবাদ হলদিয়া মহকুমার আদালতে পৌঁছতেই বহু আইনজীবী শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং গৌরী শংকরবাবুর আত্মার চিরশান্তি কামনা করেছেন। সূত্রে জানা যায় হলদিয়া মহকুমার এলাকার প্রথম বিবাহ ম্যারেজ রেজিস্টার গৌরীশঙ্কর বিজলী বহু মানুষের বিবাহ বন্ধনে রেজিস্টার হিসেবে সাক্ষী বহন করে থাকলেন।

No comments