Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুলের বুক ব্যাঙ্কের উদ্যোগে দুস্থ ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ!

স্কুলের  বুক ব্যাঙ্কের উদ্যোগে দুস্থ ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ!হলদিয়ার জয়নগর হাই স্কুলে 'বুক ব্যাঙ্ক'-এর উদ্যোগে  টিন্না রাবার অ্যান্ড ইফ্রাস্ট্রাকচার লিমিটেডের লক্ষাধিক টাকার আর্থিক সহযোগিতায় একাদশ ও দ্বাদশ শ্রে…

 



 স্কুলের  বুক ব্যাঙ্কের উদ্যোগে দুস্থ ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ!

হলদিয়ার জয়নগর হাই স্কুলে 'বুক ব্যাঙ্ক'-এর উদ্যোগে  টিন্না রাবার অ্যান্ড ইফ্রাস্ট্রাকচার লিমিটেডের লক্ষাধিক টাকার আর্থিক সহযোগিতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ১১০ জন দুঃস্হ ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়৷  ২০০৮ সালে শিক্ষক কানাই মহন্তের উদ্যোগে প্রতিষ্ঠিত এই 'বুক ব্যাঙ্ক'-থেকে মাত্র দশ শতাংশ মূল্যে অন্যান্য স্কুল সহ প্রায় আট শতাধিক দুঃস্হ ও মেধাবী ছাত্রছাত্রীর মধ্যে পাঠ্যপুস্তক প্রদান করা হয় এখান থেকে৷লক্ষ্যা হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র আকাশ মিদাযা দাসের বাবা সুশান্ত মিদ্যা দাসের কথায় 'দুঃস্হ ছাত্রছাত্রীদের একমাত্র ভরসা বুক ব্যাঙ্ক৷'  এদিনের বই বিতরণী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন প্ল্যান্ট ম্যানেজার সুব্রত মুখার্জী,অ্যাকাউন্ট অফিসার অরিন্দম মাইতি,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সাহু প্রমুখ৷

No comments