হাতিবেড়িয়া নাড়াচক জুনিয়ার স্টার চতুর্থ বর্ষের লক্ষ্মীপুজো!দুর্গাপূজো যাওয়ার পর বাঙালির ঘরে ঘরে পুজিতে হয় মা লক্ষ্মী। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড হাতিবেড়িয়া নাড়াচক জুনিয়র স্টার উদ্যোগে চতুর্থ…
হাতিবেড়িয়া নাড়াচক জুনিয়ার স্টার চতুর্থ বর্ষের লক্ষ্মীপুজো!
দুর্গাপূজো যাওয়ার পর বাঙালির ঘরে ঘরে পুজিতে হয় মা লক্ষ্মী। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড হাতিবেড়িয়া নাড়াচক জুনিয়র স্টার উদ্যোগে চতুর্থ বর্ষের লক্ষ্মী পূজার আয়োজন হয়। অংকন গান আবৃত্তি এছাড়া সকল গ্রামবাসীদের বসিয়ে প্রসাদ বিতরণের আয়োজন হয় । এছাড়া আট টিমের ফুট টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জানালেন পুজো কমিটির অন্যতম সদস্য কৌশিক প্রামানিক।
No comments