Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাজের দাবিতে গণ ডেপুটেশন!

কাজের দাবিতে গণ ডেপুটেশন!
হলদিয়া উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত প্রতিবাদী মঞ্চের তরফে হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জহর টাওয়ারে গণ ডেপুটেশন দেওয়া হল। বৃহস্পতিবার ৬ নভেম্বর হলদিয়ার টাউনশিপ মাখনবাবুর বাজার থেকে উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মঞ্চে…

 


 কাজের দাবিতে গণ ডেপুটেশন!


হলদিয়া উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত প্রতিবাদী মঞ্চের তরফে হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জহর টাওয়ারে গণ ডেপুটেশন দেওয়া হল। বৃহস্পতিবার ৬ নভেম্বর হলদিয়ার টাউনশিপ মাখনবাবুর বাজার থেকে উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মঞ্চের সদস্যরা মিছিল করে হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জওহর টাওয়ারে পৌঁছয়। এদিন মিছিলে পা মেলান তমলুকের প্রাক্তন সংসদ দিব্যেন্দু অধিকারী, আইনজীবী মলয় সিনহা ডঃ সমাপ প্রসাদ মুখার্জী পোর্ট হলদিয়া বন্দর শ্রমিক নেতৃত্ব প্রদীপ বিজলী প্রমুখ। উদ্বাস্তুদের চাকরির অগ্রাধিকার দেওয়া, হলদিয়া বন্দরে কর্মরত অবস্থায় মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের চাকরির অগ্রাধিকার, ঠিকাদারদের দিয়ে কর্মী নিয়োগ বন্ধ করতে এই গণ ডেপুটেশন দেওয়া হয় বলে জানান বন্দরের শ্রমিক নেতা প্রদীপ বিজলী প্রমুখ। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট হলদিয়া বন্দর ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহা, সংবাদ মাধ্যমের জানান শিল্পশহর হলদিয়া বন্দর গড়ে ওঠার সময় উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত যারা হয়েছিলেন তাদের পরিবারের তরফ থেকে শ্রমিক নিয়োগ করার এছাড়া টাকার বিনিময়ে চাকরি নয় এই কয়টি দফা নিয়ে আজকে ডেপুটেশন দিয়েছেন আমরা আগামী দিনের চেষ্টা করব উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষদের কাজের অগ্রাধিকার দেওয়ার জন্য। শাসনের তরফ থেকে উপস্থিত ছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট হলদিয়া বন্দর ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহা জেনারেল ম্যানেজার প্রশাসক প্রবীণ কুমার দাস প্রমূখ।

No comments