Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির উদ্যোগে আন্তঃ বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা!

সুতাহাটা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির উদ্যোগে আন্তঃ বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা!
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী  আয়োজনে অবিভও, সুতাহাট বিধানসভার স্কুল নিয়ে আন্ত: বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিজ ২০২৫ অনুষ্ঠিত হল ডালিম্মচক টেকনিক্য…

 



সুতাহাটা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির উদ্যোগে আন্তঃ বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা!


মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী  আয়োজনে অবিভও, সুতাহাট বিধানসভার স্কুল নিয়ে আন্ত: বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিজ ২০২৫ অনুষ্ঠিত হল ডালিম্মচক টেকনিক্যাল হাইস্কুলে। অংকন, আবৃত্তি, রবীন্দ্র সঙ্গীত নজরুল গীতি, প্রশ্নোত্তর ও সমবেত সঙ্গীত প্রতিযোগিতায় এলাকার প্রায় তিনশত ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এলাকার ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক উৎকর্ষ সাধনে সমিতি প্রায় ৫০ বছর এই ধরণের উদ্যোগ নিয়ে চলছে বলে  সমিতির সাধারণ সম্পাদক দেবাশিস পাহাড়ী জানান। এই প্রতিযোগিতা ও মেধাবৃত্তি পরীক্ষায় যারা সফল হয়েছেন তাদেরকে ও পুরষ্কার দেওয়া হবে আগামী ১৭ডিসেম্বর ২০২৫ বাসুদেবপুর গভঃ স্পন হাইস্কুলে।

No comments