দীর্ঘ ২২ মাস পর হলদিয়া পেট্রকেমে নয়া বেতন চুক্তি স্বাক্ষরিত!
নতুন বছরের আগেই নয়া বেতন চুক্তি স্বাক্ষরিত হল হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেডের চুক্তিভিত্তিক স্থায়ী শ্রমিকদের। কারখানা সূত্রে জানা গেছে, মাসিক বেতনের ভিত্তিতে চু…
দীর্ঘ ২২ মাস পর হলদিয়া পেট্রকেমে নয়া বেতন চুক্তি স্বাক্ষরিত!
নতুন বছরের আগেই নয়া বেতন চুক্তি স্বাক্ষরিত হল হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেডের চুক্তিভিত্তিক স্থায়ী শ্রমিকদের। কারখানা সূত্রে জানা গেছে, মাসিক বেতনের ভিত্তিতে চুক্তিভিত্তিক কর্মচারী (এমআরসিই)-এর অধীন মোট ৩৭ জন স্থায়ী শ্রমিকের নতুন করে বেতন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাঁদের পাঁচ বছরে প্রায় ১২ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পাচ্ছে। যা শতকরা হিসেবে ২৯.৪৮ শতাংশ। ২০২৪-২০২৮ পর্যন্ত এই বেতন চুক্তি বহাল থাকবে। এই ৩৭ জনের মধ্যে রয়েছে প্রসেস, লিজিস্টিক, স্টোর এবং এইচআর ডিপার্টমেন্টের স্থায়ী শ্রমিকরা। দীর্ঘ ২২ মাস পর বেতন চুক্তি স্বাক্ষরিত হওয়ায় খুশি স্থায়ী শ্রমিকরা। তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি কোর কমিটির সদস্য, সুদীপ্ত ভক্তা বলেন, 'ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আইভিএল ধানসিঁড়ি, টাটা স্টিল, আইওসি সহ বিভিন্ন কারখানায় বেতন চুক্তি স্বাক্ষরিত হবে। এইচপিএল থেকে শুরু হল।' হলদিয়ার দুর্গাচকে ডেপুটি লেবার কমিশনার কার্যালয়ে বেতন চুক্তির সময় উপস্থিত ছিলেন, হলদিয়ার ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত, হলদিয়া পেট্রকেমের এইচ আর অ্যান্ড এডমিন তুষার মজুমদার, তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি কোর কমিটির সদস্য আস্তিক চট্টোপাধ্যায়, সুদীপ্ত বক্তা, শঙ্কর দণ্ডপাঠ প্রমুখ।

No comments