বিজেপির গৃহযুদ্ধে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ৪
নিজেদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই। আর তাতেই গৃহযুদ্ধে একাকার বিজেপি। খোদ খেজুরি- ২ ব্লক এলাকায় বিজেপি নেতাদের নিজেদের মধ্যে মারামারিতে এবার গ্রেফতার হতে হল বিজেপির …
বিজেপির গৃহযুদ্ধে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ৪
নিজেদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই। আর তাতেই গৃহযুদ্ধে একাকার বিজেপি। খোদ খেজুরি- ২ ব্লক এলাকায় বিজেপি নেতাদের নিজেদের মধ্যে মারামারিতে এবার গ্রেফতার হতে হল বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় শঙ্কর মাইতি সহ মোট চারজনকে। শনিবার তাদের কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। জানা গেছে, সম্প্রতি নিজেদের মধ্যে মারামারির অভিযোগে তিনটি অভিযোগ দায়ের হয় তালপাটিঘাট কোস্টাল থানায়। সেই অভিযোগের ভিত্তিতে মোট আটজন বিজেপি নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা শুরু করে পুলিশ। সেই ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে মোট দুটি মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে উল্লেখযোগ্য খেজুরি- ২ পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় শঙ্কর মাইতি। তিনি নিজকসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মন্ডলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন। এছাড়াও গ্রেফতার হয়েছেন সুন্দরপুর সংসদের বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী সুভাষ মন্ডল এবং বিজেপি নেতা মোহন প্রামানিক। বেশ কয়েক মাস আগে উদয় শঙ্কর একইভাবে অপর এক মামলায় গ্রেফতার হয়েছিল। এরপর ফের বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতির গ্রেফতারে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের গুরুত্ব ধারায় মামলা দায়ের হয়েছে। এই তিনজন ছাড়াও বিজেপি নেতা সৌরভ সরকারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন স্থানীয় বিজেপির এসসি- ৪ মন্ডলের সভাপতির সূর্যকান্ত দাস। মোট তিনটি মামলায় চারজন গ্রেপ্তার হলেও বাকি চারজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। তৃণমূলের ব্লক সভাপতি সমুদ্ভব দাশ বলেন, “বিজেপি গোটা রাজ্যে নিজেদের নেতাদের মধ্যে মারামারি করতে ব্যস্ত। এটাই হচ্ছে বিজেপির চরিত্র। এতে এলাকার আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে।” এই ঘটনায় মারামারি ও অশান্তি সৃষ্টি করার অভিযোগের ভিত্তিতে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস।
No comments