Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অভিষেকের পর এবার ভীমচরণের পরিবারের পাশে শুভেন্দু

অভিষেকের পর এবার ভীমচরণের পরিবারের পাশে শুভেন্দু

 কেরলে নির্মাণ শ্রমিকের কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নন্দীগ্রামের বিরুলিয়ার ভীম চরণ বারিকের। সেই ঘটনার খবর পেয়েই পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলেন তৃণমূল সাংসদ অভিষ…

 

অভিষেকের পর এবার ভীমচরণের পরিবারের পাশে শুভেন্দু



 কেরলে নির্মাণ শ্রমিকের কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নন্দীগ্রামের বিরুলিয়ার ভীম চরণ বারিকের। সেই ঘটনার খবর পেয়েই পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দূত হয়ে হয়ে শুভেন্দুর গড় নন্দীগ্রামে ভীমচরণের দেহ নিয়ে পৌঁছেছিলেন এলাকারই গত লোকসভার তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এবার সেই ভীম চরণের পাশে দাঁড়ালেন এলাকার বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে ভীম চরণ বারিকের বাড়িতে পৌঁছান শুভেন্দু। সেখানে বেশ কিছুক্ষণ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। তার ছেলের হাতে আড়াই লক্ষ টাকা তুলে দেন শুভেন্দু। পাশাপাশি আগামী দিনে পাশে থাকার আশ্বাস দেন তিনি। রাজ্য সরকারকে একহাত নিয়ে শুভেন্দু বলেন, “আমি মৃত্যু নিয়ে কোনোদিন রাজনীতি করি না। এটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন। এই রাজ্যের ৬০ লক্ষ যুবক কেরালা, মহারাষ্ট্রে কাজের জন্য যাচ্ছে। ১১সালে আমি যখন সাংসদ ছিলাম তখন ৫ লক্ষ পরিযায়ী ছিল। আজকে সেটা ৬০ লক্ষ হয়েছে। যার মধ্যে শুধু নন্দীগ্রামেই ৩০ হাজার মানুষ বাইরে কাজ করেন।” ভীমচরণের মৃত্যুতে রাজ্যকে দায়ী করে শুভেন্দুর বক্তব্য, “এই ৪৪বছরের লোকটাকে যেতে হচ্ছে রাজ্য সরকারের জন্য। এরা আবার বড়বড় কথা বলে। ওদের যদি সাহস থাকে অভিষেককে এখানে দাঁড় করাক। ওকেও হারাবো এবং ওদের বড়টাকেও হারাবো।”

No comments