গেঁওয়াখালি জলপ্রকল্পে বেতন চুক্তির দাবিতে শ্রমিক বিক্ষোভ!জল ছাড়া মানুষ বাঁচতে পারেনা । সেই জল প্রকল্পের শ্রমিকদের বঞ্চনা তারই পরিপ্রেক্ষিতে কাজ চালু রেখে বিক্ষোভ । ঘটনাটি ঘটেছে হলদিয়ার ডেভলপমেন্ট অথরিটি জলপ্রকল্প মহিষাদল গেও…
গেঁওয়াখালি জলপ্রকল্পে বেতন চুক্তির দাবিতে শ্রমিক বিক্ষোভ!
জল ছাড়া মানুষ বাঁচতে পারেনা । সেই জল প্রকল্পের শ্রমিকদের বঞ্চনা তারই পরিপ্রেক্ষিতে কাজ চালু রেখে বিক্ষোভ । ঘটনাটি ঘটেছে হলদিয়ার ডেভলপমেন্ট অথরিটি জলপ্রকল্প মহিষাদল গেওঁয়াখালীতে।
বেশ কয়েকদিন ধরেই শ্রমিকদের বেতন এবং তাদের ওভারটাইম সংক্রান্ত বিষয় নিয়ে বিক্ষোভ অবস্থান করছেন শ্রমিকরা। যে সকল কন্টাকটার রয়েছেন তাদের শ্রমিকদের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে না ভাবার জন্য এবং শিল্পাঞ্চল এলাকায় সিওডি হলেও হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটি মহিষাদল গেওঁয়াখালী জল প্রকল্পে শ্রমিকদের সেওডি না হওয়ার জন্য তারা বঞ্চিত হচ্ছে বলে শ্রমিক ক্ষোভ ।
প্রায় এক সপ্তাহ ধরে জলের বিকল্প ব্যবস্থা করে জল সরবরাহ করেছিল হলদিয়া উন্নয়ন পর্ষদ। কিন্তু সেই প্রকল্পের শ্রমিকরা যদি বঞ্চিত হয়। তারা প্লান্ট চালু রেখে অবস্থান বিক্ষোভ করে গেট বন্ধ রেখে। তারা কর্ম বিরতি ঘোষণা করে তাহলে শিল্পাঞ্চলে কারখানা এবং সাধারণ মানুষ জল পাবে না। গত দু বছর সিওডি না হওয়া সত্বেও সাধারণ মানুষের কথা ভেবে প্ল্যান্ট চালু রেখে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। এই ঘটনায় কটাক্ষ করেছেন বিএমএস এর রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন হলদিয়া উন্নয়ন পর্ষদ কারখানা থেকে জলের জন্য ট্যাক্স নিচ্ছেন ডেভলমেন্টের জন্য কর নিচ্ছেন যে সকল শ্রমিকরা কাজ করছেন তারা কেন বঞ্চিত হচ্ছে তাদের দ্বারাই তো এই শিল্পাঞ্চলে কারখানায় জল পাচ্ছেন এবং হলদিয়া আরো উন্নত হয়ে উঠবে রাস্তা এবং জল এবং বিদ্যুৎ তিনটি দেখার জন্য কিন্তু কোনটাই দেখছে না হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটি অবিলম্বে ওই সকল শ্রমিকদের সমস্যার সমাধান করার জন্য আবেদন করছি।

No comments