সমবায় সপ্তাহ দিবসে রক্তদান শিবির!সারাদেশ জুড়ে চলছে ৭২ তম সমবায় সপ্তাহ। আর সেই পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত পল্লীশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ প্রভাত ফেরীর মধ্য দিয়ে স…
সমবায় সপ্তাহ দিবসে রক্তদান শিবির!
সারাদেশ জুড়ে চলছে ৭২ তম সমবায় সপ্তাহ। আর সেই পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত পল্লীশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ প্রভাত ফেরীর মধ্য দিয়ে সমবায় সমিতিতে পালিত হচ্ছে ৭২তম সমবায় সপ্তাহ এদিন সমবায় বিষয়ক আলোচনা, দুস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষার উপকরণ বিতরণ, থ্যালাসিমিয়া আক্রান্ত মুমূর্ষ রোগীদের জন্য রক্তদান শিবির। চৈতন্যপুর পল্লীশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ সমবায় সমিতির পক্ষ থেকে সাধারণ মানুষের ঋণ দেওয়ার পরিষেবার সাথেও বিভিন্ন ধরনের সামাজ মূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। এই সমবায় সমিতির উদ্যোগে চলছে রক্তদান শিবির এদিন শতাধিক পুরুষ মহিলা রক্তদান শিবিরে রক্ত দিলেন। তিন শ ত দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী দেওয়া হয়। আজকের উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুতাহাটা কোপারেটিভ সোসাইটি লিঃ কমলেশ চক্রবর্তী। মিহির দাস সম্পাদক ব্রজলাল চক সমবায় সমিতি, ও তমলুক রেঞ্জ এক সিডিও সৌম্য জানা। সমবায় সমিতির সভাপতি তাপস কুমার মাইতি সম্পাদক মুরারি মোহনদাস, টিজিসিসিবি ডাইরেক্টর জয়দেব পাল, আশদতলিয়া সমবায় সমিতি সম্পাদক ব্রহ্মনাথ মাইতি। সভায় সঞ্চালনা করেন ম্যানেজার সন্দীপ বেরা। ম্যানেজার বলেন সমিতি সঙ্গে প্রায় ৬৫ এই গ্রুপ রয়েছে সেলফ হেল্প গ্রুপ তারা জ্যাম জেলি এবং হাতের বিভিন্ন সামগ্রী তৈরি করছেন ওই সকল গ্রুপকে সমিতির উদ্যোগে প্রায় 5 লক্ষ টাকা করে ঋণ দেওয়া হয়েছে। আগামী দিনে তাদের মার্কেটিং করার জন্য স্টল তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

No comments