ছোট চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী!
সারা জেলা জুড়ে চলছে সেফ ড্রাইভ সেভ কর্মসূচি । তারই মধ্যে ড্রাইভারদের বেপরাগাড়ি চালানোর জন্যই প্রতিনিয়ত পথ দুর্ঘটনা ঘটেই চলছে। যদিও পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় স্পিড মিটা…
ছোট চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী!
সারা জেলা জুড়ে চলছে সেফ ড্রাইভ সেভ কর্মসূচি । তারই মধ্যে ড্রাইভারদের বেপরাগাড়ি চালানোর জন্যই প্রতিনিয়ত পথ দুর্ঘটনা ঘটেই চলছে। যদিও পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় স্পিড মিটার বসিয়ে গাড়ির ড্রাইভার চালকদের গাড়ি চালানোর জন্য কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু তা সত্ত্বেও ঘটে চলছে পথ দুর্ঘটনা। রাজ্য সড়কের উপর মোটরবাইক কে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল চার চাকা ছোট গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হল বাইক আরোহী সূত্রে জানা যায় সুতাহাটা থানার অন্তর্গত ঢেকুয়া গ্রামের বাসিন্দা সেখ মইনুদ্দিন। বর্তমানে হলদিয়া সিটি সেন্টার সংলগ্ন হররোজ খাওয়ারের দোকানে কর্ণধার ছিলেন মইনুদ্দিন। বেলা একটা নাগাদ শ্বশুরবাড়ি নামালক্ষ্যা থেকে বাড়ি ফেরার সময় রাজ্য সড়কের উপর পিছন দিক থেকে ছোট গাড়ি চার চাকা ধাক্কা মারে, মোটরবাইক নিয়ে পড়ে যায় মইনুদ্দিন সেখানেই রক্তক্ষরণ শুরু হয় এলাকার মানুষ দেখতে পেয়ে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র এবং পরে তমলুক হাসপাতালে নিয়ে আসা হয় ডাক্তার বাবুরা দেখে মইনুদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পায় বিশিষ্ট শিল্পপতি ও লায়ন শেখ মজাফফর হাসপাতালে দেখতে ছুটে আসেন এবং মইনুদ্দিন বাবুর আত্মীয় পরিজন সকলেই তমলুক হাসপাতালে ছুটে আসেন এই ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা মৃত ব্যক্তি আত্মার শান্তি কামনা করেছেন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী মজাফফর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ঘটনায় তদন্তে নেমেছেন নন্দকুমার থানার পুলিশ।

No comments