Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এস আই আর শুরু হতেই শিল্প এলাকা বাড়ি বাড়ি ফর্ম বিলি!

এস আই আর শুরু হতেই শিল্প এলাকা বাড়ি বাড়ি ফর্ম বিলি!এস আই আর  বিশেষ ট্রেনিং শেষ হতেই । আজ ৪ ঠা নভেম্বর থেকে শিল্প শহর হলদিয়া বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি শুরু করলেন বিএলও। রাজ্য সরকার এসআই আর প্রতিবাদ জানিয়ে কল…

 



এস আই আর শুরু হতেই শিল্প এলাকা বাড়ি বাড়ি ফর্ম বিলি!

এস আই আর  বিশেষ ট্রেনিং শেষ হতেই । আজ ৪ ঠা নভেম্বর থেকে শিল্প শহর হলদিয়া বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি শুরু করলেন বিএলও। রাজ্য সরকার এসআই আর প্রতিবাদ জানিয়ে কলিকাতার রেড রোডেও আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মহা মিছিল ডাক দেওয়া হয়েছিল জনসমুদ্র আজ কলিকাতা রেড রোড কোনমতেই এসআইআর নাম করে বৈধ ভোটার যাতে বাঁদ না যায় সেদিকেও লক্ষ্য রাখার জন্য কর্মীদের সতর্ক করেছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় আজ ৪ঠা নভেম্বর থেকে শুরু হল বাড়ি বাড়ি ফর্ম বিলির কাজ।এমনই ছবি দেখা গেল দেভোগগ্রাম পঞ্চায়েত এলাকায়। ৪ঠা নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্যের এস আই আর ফর্ম বিলি বাড়ি বাড়ি । সেই মতো হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় ফর্ম বিলি শুরু হল। সংবাদ মাধ্যমকে কি জানালেন বি এল ও।

No comments