Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

থিম আর সাবেকিয়ানায় এবার জমজমাট সুতাহাটার বিগ বাজেটের কালীপুজো

থিম আর সাবেকিয়ানায় এবার জমজমাট সুতাহাটার বিগ বাজেটের কালীপুজো!থিম আর সাবেকিয়ানায় এবার জমজমাট হলদিয়া বিধানসভার অন্তর্গত সুতাহাটার বিগ বাজেটের কালীপুজো । নাচগান, আবৃত্তি, অর্কেস্ট্রা ইত্যাদি সাংস্কৃতিক উপস্থাপনার পাশাপাশি বিভি…

 


থিম আর সাবেকিয়ানায় এবার জমজমাট সুতাহাটার বিগ বাজেটের কালীপুজো!

থিম আর সাবেকিয়ানায় এবার জমজমাট হলদিয়া বিধানসভার অন্তর্গত সুতাহাটার বিগ বাজেটের কালীপুজো । নাচগান, আবৃত্তি, অর্কেস্ট্রা ইত্যাদি সাংস্কৃতিক উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন পুজো উদ্যোক্তারা সেবামূলক কাজের আয়োজন করেছেন । বস্ত্রদান,বই বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা, গুণীজন সংবর্ধনা এমন নানা কর্মসূচিতে ভরপুর অনুষ্ঠান পর্ব । তবে থিমের জৌলুস এবার দর্শনার্থীদের নজর কাড়বে বৈকি হলদিয়া হাতিবেরিয়া ক্ষুদিরাম নগর বাজার কমিটি ও নাড়াচক নব দিগন্ত ক্লাবের পুজোর থিমসাবেকিয়ানা হলেও লোকশিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র বিতরণ স্কুল ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ এবং নরনারায়ণ সেবার আয়োজন করেছিলেন। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় ভবানীপুর থানা ভবানীপুর হলদিয়া দুর্গাচক সুতাহাটা স্থায়ী কালী মায়ের মন্দিরে পূজা অর্চনা হয় কিন্তু আলোর রোসনা প্রত্যেকটি থানা সেজে উঠেছিল থানার আবাসিকরা  এই পুজোয় মেতে উঠলেন। রাজস্থানের ওং মন্দিরের আদলে সুতাহাটা ইউথ অ্যাথলেটিক সেন্টারের কালীপুজো মন্ডপ তৈরি হয়েছে । সুবর্ণজয়ন্তী বর্ষে এবারের তাদের বাজেট ১০ লাখ টাকা । উদ্যোক্তাদের পক্ষে সুকুমার অধিকারী জানিয়েছেন,"বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, বস্ত্রদান সহ বিভিন্ন সেবামূলক কাজের আয়োজন রয়েছে ।" সুতাহাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি এবার তাদের ২৯ তম বর্ষের কালীপূজায় মন্ডপের থিম করেছে "শান্তির পৃথিবী" । বিভিন্ন পশু পাখি গাছপালা মানুষজন প্রত্যেকেই চান শান্তি সুখ সমৃদ্ধি । অস্থিরতা, হিংসার পরিবেশ সরিয়ে শান্তির বার্তা দিতেই এমন থিম ভাবনা বলে জানিয়েছেন পূজকর্তা সুবিমল দাস । বাজেট ৫ লাখ টাকা । এই পুজোকে ঘিরে বসেছে ছ'দিনের মেলা । দক্ষিণেশ্বরের কালী প্রতিমার আদলে এই মন্ডপে প্রতিমা দেখা যাবে । সুতাহাটা নিউ তরুণ সংঘ এবার তাদের ৫১তম বর্ষের পুজোয় কাল্পনিক মণ্ডপ তৈরি করেছে । বাজেট ৫ লাখ টাকা । পুজো কমিটির পক্ষে সূর্য সুকুল জানিয়েছেন,"পূজোর পাশাপাশি সেবামূলক কাজ আমরা করছি । শীতবস্ত্র বিতরণ তার মধ্যে অন্যতম ।"প্রতিমা তৈরী কাঠের গুড়ি দিয়ে প্রতিমা সত্যি চোখ জুড়িয়ে দেওয়ার মতো । এখানে মন্ডপ জুড়ে রঙিন আলোর কাজ আর এক বিশেষ আকর্ষণ । ২৭ তম বর্ষে ২ লাখ টাকা বাজেটের পুজো করছে সুতাহাটা ইয়ুথ কালচারাল অর্গানাইজেশন (সাইকো) । মন্ডপের থিম "নারী কথা" । নারীদের উপর অত্যাচার, অসম্মান, খুন ইত্যাদি বিষয়ের প্রতিবাদী ভাষা রয়েছে মন্ডপ জুড়ে । এখানে এই পুজো ঘিরে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা । হলদিয়া গিরিশ মোড় হাজরা মোড় এছাড়া সুতাহাটা আকাশ গঙ্গা, সুতাহাটা জনপূজক সংঘ বিরিঞ্চি বেরিয়া তরুণ সংঘ বার বাসুদেবপুর সাহুবাজার, ব্রজলাল চক হাই রোড বাপুজী বাজার কমিটি, ব্রজলালচক  বাজার, সিটি সেন্টার , গেঁওয়াডাব বাজার, টাউনশিপ বাজার ব্যবসায়ী কমিটির পূজো মানুষের নজর কেড়ে নেয়। হলদিয়া আজাদ হিন্দ নগর স্থায়ী মায়ের মন্দিরে আবাসিকদের পুজো কেন্দ্র করে চলে তিন দিনের বিশেষ অনুষ্ঠান। বাসুদেবপুর হাউসিং কমপ্লেক্সের আবাসিকদের পুজো অন্য মাত্রা পায়।সুতাহাটা নিউ তরুণ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনটিডিও) কাল্পনিক মন্দিরের আদলে মন্ডপ সাজিয়েছে । ৪৯ তম বর্ষের পুজোয় এবার বাজেট আড়াই লক্ষ টাকা । সুতাহাটা মিলন সংঘ ৩৫ তম বর্ষ, আমলাট অভিযান সংঘ তাদের ৩৩ তম বর্ষের পুজোতে থিম হিসেবে রাজস্থানের পাক সীমান্তে চামুণ্ডেশ্বরী মূর্তি এবং মন্দির গড়েছে । পুজো কমিটির পক্ষে প্রদীপ চক্রবর্তী জানিয়েছেন,"তিন দিনব্যাপী এই পুজোর আয়োজনে দু:স্থদের শীতবস্ত্র উপহার, ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা ও সম্বর্ধনা, প্রতিবন্ধীদের সরঞ্জাম বিতরণ ইত্যাদি রয়েছে । মন্ডপে বাড়তি চমক হিসেবে রয়েছে ফ্রি'তে দেদার চা খাওয়ার ব্যবস্থা । সব মিলিয়ে এবারের সুতাহাটার কালী পুজো ভিন্নমাত্রায় ভিন্ন স্বাদের ।

No comments