শিল্প শহরে সার্বজনীন জগদ্ধাত্রী পূজাও মিলন মেলার খুঁটি পুজো !
হলদিয়া পৌরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ড ভবানীপুর মিলন বিদ্যাপীঠের সামনে মিলন অ্যাথলেটিক্স ক্লাবের ১৬ তম বর্ষে জগদ্ধাত্রী পুজো ও মিলন মেলার খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। …
শিল্প শহরে সার্বজনীন জগদ্ধাত্রী পূজাও মিলন মেলার খুঁটি পুজো !
হলদিয়া পৌরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ড ভবানীপুর মিলন বিদ্যাপীঠের সামনে মিলন অ্যাথলেটিক্স ক্লাবের ১৬ তম বর্ষে জগদ্ধাত্রী পুজো ও মিলন মেলার খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। সামনে ধন তেরাস ও দীপান্বিতা উৎসব। তার আগেই জগতের ধাত্রী মা জগদ্ধাত্রী পুজোর খুঁটিপুজো অনুষ্ঠিত হয়। পুজোকে কেন্দ্র করে চলবে মিলন মেলা ২৭শে অক্টোবর থেকে ৯ নভেম্বর প্রায় ১৪ দিনব্যপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলা প্রাণ উজ্জ্বল হয়ে উঠবে। সূত্রে জানা যায় এই মেলা এবং পূজোর উদ্বোধন করবেন প্রাক্তন সাংসদ আই কেয়র চেয়ারম্যান ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ। এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অঙ্গ হিসেবে এলাকার ছোট ছোট ছেলে মেয়েরাও যেমন অনুষ্ঠান পরিবেশন করবেন ঠিক সেই অনুযায়ী শিল্প শহরের বহু সংস্কৃত সংগঠন এই অনুষ্ঠানে আলোকিত করবেন এছাড়াও কলিকাতার সাংস্কৃতিক টিম এই অনুষ্ঠানে শোভা বর্ধন করবেন এবং সর্বশেষ ৯ই নভেম্বর সিঁদুর খেলা এলাকার মায়েদের উপস্থিতিতে নতুনত্ব প্রাণ উজ্জ্বল হয়ে উঠবে পূজো মন্ডপ। সার্বজনীন জগদ্ধাত্রী পুজো ও মিলন মেলা, মিলন অ্যাথলেটিক ক্লাব মিলন হাই স্কুল মাঠেই তা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মেলা আগামী ২৭শে অক্টোবর থেকে ৯ই নভেম্বর প্রায় চোদ্দ দিন ধরে চলবে এই মেলা। সকলকে এই মেলায় আসার জন্য আহ্বান জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক সভাপতি ও অন্যান্য সদস্য সদস্যবৃন্দ।

No comments