Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৩৬দিন ধরে গেটে বিক্ষোভ করছেন হলদিয়ার শ্রমিক কাজে পূনঃ বহালের দাবিতে!

৩৬দিন ধরে গেটে বিক্ষোভ করছেন হলদিয়ার শ্রমিক কাজে পূনঃ বহালের দাবিতে!
 শিল্পের দেবতা বিশ্বকর্মা ও বাংলার বাঙালির সারদ উৎসব দুর্গোৎসব, গত দুদিন আগেই সম্পূর্ণ হয়েছে ধন-সম্পদের দেবী লক্ষ্মীপূজো। কাজনেই শ্রমিকরা দিশেহারা। হাতে পয়সা…

 



 ৩৬দিন ধরে গেটে বিক্ষোভ করছেন হলদিয়ার শ্রমিক কাজে পূনঃ বহালের দাবিতে!


 শিল্পের দেবতা বিশ্বকর্মা ও বাংলার বাঙালির সারদ উৎসব দুর্গোৎসব, গত দুদিন আগেই সম্পূর্ণ হয়েছে ধন-সম্পদের দেবী লক্ষ্মীপূজো। কাজনেই শ্রমিকরা দিশেহারা। হাতে পয়সা নেই কাজ নেই দীর্ঘদিন আন্দোলন করছেন শাসকদলের কোর কমিটির সদস্য ৩৬ দিনের মাথায় এলেন শ্যামল মাইতি। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার শেষে গেটের  শ্রমিকদের উদ্দেশ্যে যা বললেন তা আপনিও অবাক হয়ে যাবেন।  বিপিসিএল কারখানার ভিতরে যে কনট্রাক্টর কাজ করছেন তাদেরই এক কর্মী অর্থ বিনিময়ে বহিরাগতদের কাজে লাগাচ্ছেন তাই বহিরাগত শ্রমিকদের গেটে আটকানোর পরামর্শ দিলেন। দীর্ঘ ৩৬ দিন আন্দোলন হয়েছে ৯০ জন শ্রমিক কবে কাজে যুক্ত হবেন সেটা এখনো ঠিক হলো না। শুরু থেকেই দীর্ঘ ৩৫ দিন কোন নেতৃত্ব তাদের পাশে এসে দাঁড়ায় নেই তাদের অভিযোগ ছিল।

প্রসঙ্গত, বিপিসিএল, আইপিসিএল সহ হলদিয়ার বিভিন্ন কারখানা তৈরি হয়েছে। কারখানা তৈরি করার জন্য অধিগ্রহণ হয়েছিল জায়গা খুব অল্প মূল্যে ক্ষতিপূরণ পেয়েছেন সেই জায়গা বিনিময়ে অনেকে কাজ পেয়েছেন, অনেকে কাজও পায়নি। বিপিসিএল কারখানার লোডিং আপলোডিং এবং গ্যাস রিফিলিং সেই কাজ ১৪ ওয়ার্ডের আইপিসিএল কারখানার ভিতরেই বিপিসিএল তাদের গ্যাস সিলিন্ডার লোডিং আনলোডিং এবং রিফলিং করত। বিপিসিএল এর নিজস্ব কারখানা তৈরি হয়েছে সেই ১৪ নং ওয়ার্ডে।  কিন্তু সেই সকল শ্রমিকরা আজ কর্মচ্যুত বাইরে থেকে এসে পয়সার বিনিময়ে কাজে যোগদান করছে তাদের অভিযোগ। আর যারা দীর্ঘ কয়েক বছর তাদের জীবন যৌবন সবটাই কোম্পানির স্বার্থে লাগিয়েছেন আজকের তাদেরকে পথে দাঁড়িয়ে কাজের জন্য আন্দোলন করতে হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় তৈরি হয়েছে, আইএনটিটিইউসি কোর কমিটি। প্রত্যেকটা ইউনিয়নের অফিস কারখানার গেটের সামনে রয়েছে। শ্রমিকরা আন্দোলন করছেন কোন নেতৃত্ব তাদের কাছে যাচ্ছেন না তাদের পাশে থাকছেন না অভিযোগ করতেন। শ্রমিকরা বারবার বলতেন  নেতা সংগঠন কিসের স্বার্থে শুধু কি ভোটের জন্য না এই এলাকার মানুষের সুখ দুঃখ দেখার জন্য। যদিও হলদিয়া পৌরসভা দীর্ঘ তিন বছর নির্বাচন হয়নি। পৌর কাউন্সিলর সেই এলাকা মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতেন সেখান থেকেও বঞ্চিত যারা ভূমিহীন উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সামনে থেকে বহিরাগত শ্রমিক পয়সার বিনিময়ে কাজের যোগদান করছেন আর ভূমিহীন উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষ গেটের সামনে কাজের দাবিতে আন্দোলন করছেন। কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন সরকার টাতো খামখেয়ালী পনা মহদ্দ বীনতুঘলকের মত । কখন কি বলে আর কি করে সেটাই তো ঠিক নেই শ্রমিক সংগঠনের রাজ্য নেতৃত্ব বলছেন শ্রমিকদের পাশে থাকবেন আর শ্রমিক কোর কমিটির নেতৃত্বরা এসে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই তারা চলে যাচ্ছেন । আজকের দীর্ঘ ৩৬ দিন হয়ে গেল তাদের এই আন্দোলন চলছে, জেলা প্রশাসন যেন সরকারের পক্ষে শ্রমিক সংগঠনের নেতৃত্বের কথা শুনছেন দুয়ারে পাড়ায় সমাধান কর্মসূচি চলছে আর হলদিয়ার শ্রমিকরা দিনের পর দিন তারা গেটের সামনে এসে আন্দোলন করছেন তাদের আজকের এই আন্দোলন৩৬ দিনের পরল প্রশাসন কোন নজরি । কর্তৃপক্ষ যদি জেনেই থাকেন অবৈধভাবে বহিরাগত শ্রমিক কাজে লেগেছেন তাদেরকে অবিলম্বে বাদ দিয়ে যে সকল কর্মচ্যুত শ্রমিকরা রয়েছেন তাদেরকে কাজে লাগানো হোক। গেটের সামনে বহিরাগত শ্রমিকদের আটকাতে বলে শ্রমিক শ্রমিকের মধ্যে সংঘর্ষ বানাতে চাইছে কোর কমিটির সদস্য। তিনি বলেন বহিরাগত যারা অর্থের বিনিময়ে কাজে যোগদান করেছেন তাদেরকেই কর্তৃপক্ষ বাদ দিক এবং যারা দীর্ঘদিন কাজ করতেন তাদেরকে অবিলম্বে কাজের যোগদান করানো হোক।তিনি আরও বলেন প্রশাসনের কাছে অনুরোধ করব অবিলম্বে তাদের এই সমস্যা নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ করার জন্য।

No comments