বিশাল আকৃতির অক্সিডাইজার গুজরাটের দাহেজ থেকে পৌঁছল হলদিয়ায়!গুজরাটের দাহেজ থেকে হলদিয়া পৌঁছল বিশাল আকৃতির অক্সিডাইজার । প্রায় ৪০ মিটার লম্বা,৮.১৪ মিটার চওড়া এবং ৮.৪৫ মিটার উঁচু পরিসর বিশিষ্ট ৩৪৬.৬ মেট্রিক টনের এই অক্সিডাইজার…
বিশাল আকৃতির অক্সিডাইজার গুজরাটের দাহেজ থেকে পৌঁছল হলদিয়ায়!
গুজরাটের দাহেজ থেকে হলদিয়া পৌঁছল বিশাল আকৃতির অক্সিডাইজার । প্রায় ৪০ মিটার লম্বা,৮.১৪ মিটার চওড়া এবং ৮.৪৫ মিটার উঁচু পরিসর বিশিষ্ট ৩৪৬.৬ মেট্রিক টনের এই অক্সিডাইজার হলদিয়া পেট্রোকেমিক্যালসের ফেনল প্ল্যান্টের(এইচপিএল) জন্য ব্যবহৃত হবে । মঙ্গলবার ৮ ই অক্টোবর রাতে হলদিয়া বন্দর থেকে হলদিয়া পেট্রোকেমিক্যালসে পৌঁছায় । ৫৫০০ কোটি টাকা খরচে নির্মীয়মান ফেনল এবং অ্যাসেটোন প্ল্যান্ট,২০২৬ সালে উৎপাদন শুরু করবে । অক্সিডাইজারটি ফেনল উৎপাদন প্রক্রিয়ায় রিঅ্যাক্টর হিসেবে কাজ করবে ।

No comments