শিল্প শহরে লক্ষ্মী পূজার মেতেছে লক্ষ্মী গ্রামের সভ্য বৃন্দ, কি জানালেন জেলা শাসক পূর্ণেন্দু মাজী!আর কিছু সময় পরেই মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবেন ভবানীপুর থানার অন্তর্গত চাউলখোলা ও কিসমত শিবরামনগর এলাকার মানুষজন।
এই পুজোকে কেন্দ…
শিল্প শহরে লক্ষ্মী পূজার মেতেছে লক্ষ্মী গ্রামের সভ্য বৃন্দ, কি জানালেন জেলা শাসক পূর্ণেন্দু মাজী!
আর কিছু সময় পরেই মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবেন ভবানীপুর থানার অন্তর্গত চাউলখোলা ও কিসমত শিবরামনগর এলাকার মানুষজন।
এই পুজোকে কেন্দ্র করে প্রায় তিন দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান। বসেছে মেলা বিভিন্ন ধরনের নাগরদোলা, খাদ্য রসিকদের জন্য রয়েছে খাদ্যের সম্ভার, আলোর রোশনায় ভরে উঠেছে দুটি গ্রাম । বহু মানুষ দূর দুরান্ত থেকে আছেন মন্ডপ এবং প্রতিমা দেখার জন্য। ঋষি বঙ্কিমচন্দ্র স্মৃতি সংঘ তাদের এবারের পূজার্চনা ৪৯ তম বর্ষে। তাদের এবারের থিম ও প্রতিমা মহালক্ষী তারই পাশে রয়েছে ৩৫ তম বর্ষে পদার্পণ করেছেন আমরা সবাই পুজো কমিটি। তবে জানতে পারা যায় আর কিছু সময়ের পরেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি সহ-সভাপতি সদস্য এবং সর্বোপরি পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি এবারের পূজো মন্ডপের উদ্বোধন করতে আসছেন। সকলকে অগ্রিম লক্ষ্মী পূজার শুভেচ্ছা জানালেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাজী।


No comments