আন্তর্জাতিক এশিয়া স্পেসিফিক যোগা চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন!
ইউনিভার্সেল কাউন্সিল অফ মার্শাল আর্টস এন্ড যোগা এন্ড পোল স্পোর্টস ফেডারেশন এর আয়োজনে নেপালে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক এশিয়া স্পেসিফিক যোগা চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন…
আন্তর্জাতিক এশিয়া স্পেসিফিক যোগা চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন!
ইউনিভার্সেল কাউন্সিল অফ মার্শাল আর্টস এন্ড যোগা এন্ড পোল স্পোর্টস ফেডারেশন এর আয়োজনে নেপালে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক এশিয়া স্পেসিফিক যোগা চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন, এই কম্পিটিশনে ছটি দেশ থেকে প্রায় ছয় শতাধিক ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তার মধ্যে ভারতের হয়ে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ব্রজলাল চক জয় গুরু যোগা ট্রেনিং সেন্টারের ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তার মধ্যে বিভিন্ন গ্রুপে দুজন গোল্ড মেডেল ছয় জন সিলভার ও দুজন ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড যোগা কাপের প্রেসিডেন্ট নীলাঞ্জনা সরকার ম্যাডাম ও রনজয় দাস মহাশয় ও বিশিষ্ট অতিথিবৃন্দ এই সাফল্যে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে ছাত্র-ছাত্রী ও প্রশিক্ষিকা সবিতা পাল বলেন আমাদের এই ছাত্রছাত্রীদের সাফল্যে আমার খুব ভালো লাগছে ওরা দেশের নাম উজ্জ্বল করেছে। এরপরে আগামী ২৭শে ডিসেম্বর উড়িষ্যার ভুবনেশ্বরে ওয়ার্ল্ড যোগা কাপে এই সমস্ত ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছে।
No comments