চৈতন্যপুর নবতারা ৩০তম বর্ষে পদার্পণে থিম ভাবনা "মায়ানমার" হলদিয়া নিউজের তরফ থেকে পুজো সম্মাননা প্রদান!অষ্টমী পূণ্য লাগ্নে পুজিত হচ্ছে মা গৌরী রূপে । অষ্টমীর দিন দেবী দুর্গার একটি বিশেষ রূপ দেবী মহাগৌরী নামে পূজা করা হ…
চৈতন্যপুর নবতারা ৩০তম বর্ষে পদার্পণে থিম ভাবনা "মায়ানমার" হলদিয়া নিউজের তরফ থেকে পুজো সম্মাননা প্রদান!
অষ্টমী পূণ্য লাগ্নে পুজিত হচ্ছে মা গৌরী রূপে । অষ্টমীর দিন দেবী দুর্গার একটি বিশেষ রূপ দেবী মহাগৌরী নামে পূজা করা হয়। এটি নবরাত্রি উৎসবের অষ্টম দিন হিসেবে দুর্গা অষ্টমী বা মহা অষ্টমী নামে পরিচিত। এই দিনটি দেবী দুর্গা শক্তি ও শুভশক্তির জয় উদযাপন। চৈতন্যপুর নবতারা দুর্গোৎসব কমিটির সভ্যবৃন্দের উদ্যোগে তাদের এবারের দুর্গোৎসব ৩০ তম বর্ষে পদার্পণ করেছে। পুজো মণ্ডপের থিম মায়ানমার মন্ডপ প্রতিমা সকলের দৃষ্টি আকর্ষণ করছে। পুজোকে কেন্দ্র করে এলাকা দুঃস্থ অসহায় মানুষদের শীতের পোশাক তুলে দিলেন তারই সাথে সবুজায়নের লক্ষ্যে চারা গাছ বিতরণ এবং নরনারায়ন সেবা উদ্যোগ নিয়েছিলেন পুজো কমিটি। পঞ্চমী পূণ্য লগ্নে এই পুজোর উদ্বোধন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এলাকার মানুষদের সুস্থ রাখতে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অষ্টমী পূণ্য লগ্নে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা থেকেই জমজমাট হয়ে ওঠে। আলোর রোশনায় ভরে উঠে পূজো মণ্ডপ। হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকা উদ্যোগে চৈতন্যপুর নবতারা দুর্গোৎসব কমিটির পুজো সম্মাননা তুলে দেওয়া হয়। তারই সাথে উপস্থিত দর্শকদের জন্য স্পট ক্যুইজ ব্যবস্থা করা হয়। পুজো কমিটি সহযোগিতা করলেন পুজো পরিক্রমা যে সকল সদস্যরা ছিলেন তাদের সকলকে পুজো কমিটির পক্ষ থেকে বরণ করে নিলেন। পূজো কমিটি সকল সদস্যরা হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকা পুজো পরিক্রমা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য পূজো পরিক্রমা তরফ থেকে পুজো কমিটির কাছে কৃতজ্ঞ।
No comments