বিএলওদের রাজনীতি যোগ, ইআরওর কাছে অভিযোগ বিজেপির
রাজ্যজুড়ে ইতিমধ্যে বিএলওদের রাজনীতি যোগের ভুরিভুরি অভিযোগ উঠতে শুরু করেছে। কয়েকদিন আগেই সুতাহাটার এক বিএলওর রাজনীতি যোগের অভিযোগে সরব হয়েছিল বিজেপি। এবার সেই তালিকায় সংযুক্ত …
বিএলওদের রাজনীতি যোগ, ইআরওর কাছে অভিযোগ বিজেপির
রাজ্যজুড়ে ইতিমধ্যে বিএলওদের রাজনীতি যোগের ভুরিভুরি অভিযোগ উঠতে শুরু করেছে। কয়েকদিন আগেই সুতাহাটার এক বিএলওর রাজনীতি যোগের অভিযোগে সরব হয়েছিল বিজেপি। এবার সেই তালিকায় সংযুক্ত হল মহিষাদলের তিন বিএলও। ইতিমধ্যে মহিষাদল ব্লকের বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের ১৫১নং বুথের বিএলও সুমিল কুমার কয়াল, গড়কমলপুর গ্রাম পঞ্চায়েতের ৮৭নং বুথের বিএলও অনির্বাণ মান্না এবং গড়কমলপুরের ৯৪নং বুথের বিএলও জাহির আব্বাস খানের নাম ও ছবি সংযুক্ত করে ইআরওর কাছে তাদের রাজনীতি যোগের অভিযোগ জানিয়েছেন ওই বিধানসভার বিজেপির কনভেনর বিশ্বনাথ ব্যানার্জি। তার দাবি, সুমিল নিজে একজন তৃণমূলের নেতা। এছাড়াও তার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। এছাড়াও অনির্বাণ মান্না ও জাহির আব্বাস খানও একজন যুব তৃণমূলের নেতা। এমন পরিস্থিতিতে এসআইআর কোনোভাবেই সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া সম্ভব নয়। তাই এই তিন ব্যাক্তিদের বিএলও তালিকা থেকে নাম বাদ দিয়ে নতুন অরাজনৈতিক ব্যক্তিদের বিএলও করার দাবি জানিয়েছেন বিশ্বনাথবাবু। যদিও ওই তিন বিএলওর দাবি, “আমরা কোনো দলের সাপোর্টার হতে পারি। কিন্তু আমাদের কমিশনের তরফ থেকে বিএলও করা হয়েছে। স্কুলেও যেমন রাজনীতি না দেখে শিক্ষকতা করি তেমন এখানেও করবো। ভুলকে ভুল এবং ঠিককে ঠিক হিসেবে তুলে ধরবো।”
No comments