Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূজা উদ্যোক্তাদের স্বস্তি চলতি মরশুমে পদ্মের ব্যাপক ফলন। অনেক কম দামে মিলবে পদ্ম।

পূজা উদ্যোক্তাদের স্বস্তি  চলতি মরশুমে পদ্মের ব্যাপক ফলন। অনেক কম দামে মিলবে পদ্ম।
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ভিন রাজ্য থেকে পদ্ম আমদানি করতে হবে না বলে জানালেন সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চ…

 



পূজা উদ্যোক্তাদের স্বস্তি  চলতি মরশুমে পদ্মের ব্যাপক ফলন। অনেক কম দামে মিলবে পদ্ম।


সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ভিন রাজ্য থেকে পদ্ম আমদানি করতে হবে না বলে জানালেন সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক।

আসন্ন দুর্গাপূজোয় পদ্ম এবারে অনেক কম দামেই মিলবে বলে জানালেন সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। নারায়নবাবু এক সাক্ষাৎকারে জানান, এবছর পূজো অন্যান্য বছরের তুলনায় অনেক আগে পড়েছে। সাধারণতঃ শিশির পড়া শুরু হলে পদ্মের ফলন কমতে থাকে। কিন্তু এখনো সে রকম শিশির পড়া শুরু না হওয়ায় পদ্মের ফলন বেশ ভালো। তাছাড়াও চলতি বছরে যে সমস্ত নিচু জলাভূমিতে বর্ষার সময় আমন চাষ হয় না,সেই জলাভূমিগুলিতে এবছর ব্যাপক পরিমাণে পদ্মের চাষ হয়েছে। এছাড়াও এবারকার বর্ষায় ফুলচাষ সংশ্লিষ্ট জেলাগুলিতে সেই অর্থে বড় বন্যা না হওয়ায় সেই অর্থে পদ্মের চাষও নষ্ট হয়নি। সব মিলিয়ে ফুলবাজারগুলিতে পদ্মের যোগান যথেষ্ট রয়েছে। দুর্গাপূজায় দেবীর আরাধনার জন্য ১০৮টি করে পদ্ম লাগে। পূজা মরশুমে সারা রাজ্যে অষ্টমীর দিন প্রায় এক কোটি পদ্মের চাহিদা থাকে। সাধারণত পূর্ব মেদিনীপুর,হাওড়া,বীরভূম,বর্ধমান প্রভৃতি জেলাগুলিতে পদ্মের চাষ হয়ে থাকে। মূলত: জলাভূমি,রেল ও জাতীয় সড়কের খাদ বা নয়নজুলি  এবং পূর্ব-পশ্চিম মেদিনীপুর-হাওড়া জেলার মধ্য দিয়ে যাওয়া অপরিত্যক্ত মেদিনীপুর ক্যানেলে এই পদ্মের চাষ হয়। 

          আজ চতুর্থী। আর ৩ দিন পর মহাষ্টমী। কলকাতার মল্লিকঘাট ফুলবাজার সহ জেলার পাইকারী ফুলবাজারগুলিতে আজ পদ্ম বিক্রি হয়েছে তিন থেকে চার টাকা প্রতি পিস। ফলস্বরূপ খুচরোবাজারগুলিতে ওই পদ্মের দাম ডবল হলেও পুজোর দিনগুলিতে ১০ টাকার নিচে থাকবে। তাছাড়াও হিমঘরে পদ্ম মজুত করেছে পদ্মচাষী ও ব্যবসায়ীরা। যে কারণে পূজা উদ্যোক্তাদের পদ্মের বাজেটের খরচ অনেকটা কমবে বলে আশা করছেন পূজো কমিটিগুলি। তবে সারা বছরের মধ্যে পূজা মরশুমে পদ্মচাষীরা অতিরিক্ত দাম পাওয়ার যে আশায় বুক বেঁধে থাকে,এবারে তা পূরণ হবে না। অন্যদিকে উড়িষ্যা সহ অন্য রাজ্য থেকেও এই সময় কোন পদ্ম আমদানি করতে হবে না বলে জানিয়েছেন নারায়ণবাবু।    



No comments