আশার আলো পুজোর উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী!আজ মহাপঞ্চমীর পূর্ণ লগ্নে হলদিয়ার প্রবেশদ্বার ব্রজলাল চক হাই রোড মোড় বাপুজী মার্কেট সামনে আশার আলো তাদের এ বছরের পুজো ৬ তম বর্ষে পদার্পণ করল। মহা পঞ্চমীর পূর্ণ…
আশার আলো পুজোর উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী!
আজ মহাপঞ্চমীর পূর্ণ লগ্নে হলদিয়ার প্রবেশদ্বার ব্রজলাল চক হাই রোড মোড় বাপুজী মার্কেট সামনে আশার আলো তাদের এ বছরের পুজো ৬ তম বর্ষে পদার্পণ করল। মহা পঞ্চমীর পূর্ণ লগ্নে ফিতা কেটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে মূর্তি এবং মন্ডপের উন্মুক্ত করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রায় তিন শতাধিক গরিব দুস্থ অসহায় মানুষের হাতে পুজোর উপহার তুলে দিলেন। আগামী মাসেই আসছেন ব্রজলালচক হাই রোডে শুভেন্দু অধিকারী তিনি কাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন শুনলে আপনি অবাক হবেন।
No comments