Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৫৪তম মেধা পরীক্ষা এস এস টি ই এস সংগঠনের !

৫৪তম মেধা পরীক্ষা এস এস টি ই এস সংগঠনের !শিক্ষার মানকে আরো এগিয়ে নিয়ে যেতে মেধাবৃত্তি পরীক্ষা।সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত বিদ্যাসাগর হল শিক্ষক সংগঠন এস এস টি ই এস সংগঠনের উদ্যোগে দীর্ঘ প্রায় ৫৪…

 




৫৪তম মেধা পরীক্ষা এস এস টি ই এস সংগঠনের !

শিক্ষার মানকে আরো এগিয়ে নিয়ে যেতে মেধাবৃত্তি পরীক্ষা।সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত বিদ্যাসাগর হল শিক্ষক সংগঠন এস এস টি ই এস সংগঠনের উদ্যোগে দীর্ঘ প্রায় ৫৪ বছর ধরে মেধা পরীক্ষা হয়ে আসছে।

 মাঝে দু'বছর কোভিডের জন্য এবং সাংগঠনের সাধারণ সম্পাদক প্রয়াত হওয়ার জন্য তিন বছর পরীক্ষা বন্ধ ছিল। আজ ১৯ শে সেপ্টেম্বর শুক্রবার ১:৩০-৪:৩০ পর্যন্ত এই মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হল। সেই পরীক্ষার ছাড়াও সংগঠনের উদ্যোগে প্রায় সারা জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হন  তাদের হাতেও পুরস্কার তুলে দেন এই সংগঠনের উদ্যোগে। মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে সংগঠনের কার্যকলাপ  নতুন করে শুরু হল জানালেন সংগঠনের সভাপতি রাধাকান্ত চক্রবর্তী, সহ-সভাপতি আলোক রঞ্জন দাস এবং সাধারণ সম্পাদক দেবাশীষ পাহাড়ী সহ-সম্পাদক অমিয় মাইতি, মেধাবৃত্তি পরীক্ষা ইনচার্জ মানস কুমার কর প্রমুখ।

হলদিয়া, সুতাহাটা পঞ্চায়েত সমিতি ও হলদিয়া পৌরসভা এলাকা প্রায় ৩৭ টি স্কুলের ছাত্রছাত্রী প্রায় ৮০০ ছাত্র ছাত্রী আজকের এই মেধা পরীক্ষায় উপস্থিত ছিলেন।সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশীষ পাহাড়ী বলেন বর্তমানে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন শিক্ষা দপ্তরের অধীনে হলদিয়া,সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত এবং হলদিয়া পৌরসভা এলাকায় মোট ৩৭ টি স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে এছাড়াও আজকের এই পরীক্ষা যুক্ত হয়েছেন মাদ্রাসা বোর্ডের ছাত্র-ছাত্রী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সহযোগিতা করেছেন। চৈতন্যপুর বিবেকানন্দ মিশন স্কুলে প্রায় তিন ঘন্টা ধরে চলে এই মেধা পরীক্ষা । মেধা পরীক্ষার রেজাল্ট ফলাফল সম্ভাব্য ২৭ শে অক্টোবর।


No comments