Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পিতৃপক্ষেই হলদিয়া পৌর এলাকায় পুজোর অনুদান প্রদান শুরু!

পিতৃপক্ষেই হলদিয়া পৌর এলাকায় পুজোর অনুদান প্রদান শুরু!
 পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হল পুজো কমিটি গুলিকে অনুদান প্রদানের প্রক্রিয়া। শুক্রবার ১৯ই সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় পুজো কমিটিগুলির হাতে পুলিশ ও…

 




পিতৃপক্ষেই হলদিয়া পৌর এলাকায় পুজোর অনুদান প্রদান শুরু!


 পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হল পুজো কমিটি গুলিকে অনুদান প্রদানের প্রক্রিয়া। শুক্রবার ১৯ই সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় পুজো কমিটিগুলির হাতে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে প্রতিকি চেক তুলে দেওয়া হয়। শুক্রবার বেলা বারোটায় হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে। হলদিয়া পৌর এলাকায় চারটি থানা এলাকার পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়। এদিনের চেক প্রদানের পাশাপাশি পুজোর প্রতিটি দিনে নিরাপত্তা বিষয় নিয়েও আজকের আলোচনা করেন।

গাইড ম্যাপ প্রকাশ করা হয়। আজ প্রতিকি ১৭টি পুজোর কর্মকর্তাদের হাতে পুজোর অনুদানের চেক তুলে দিলেন উপস্থিত ছিলেন হলদিয়া এসডিও ও পৌরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ, ডিএসপি(ডিইবি) শান্তব্রত চন্দ,। বিভিন্ন থানার অফিস ইনচার্জ। পুজো কমিটি গুলিকে কয়েক দফা সতর্কতার কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার। হলদিয়া আজাদ হিন্দ দুর্গোৎসব কমিটি এই চেক পেয়ে খুব আনন্দিত খুশি। পুজো কমিটির সম্পাদক গোপাল প্রসাদ দত্ত বলেন আমাদের পুজো কমিটি পুজোর অনুদান পেয়ে আমরা আর্থিকভাবে সাবলম্বী এবং বিভিন্ন লোকশিল্পী এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা যোগদান করা এবং তাদের হাতে ক্ষুদ্র উপহার তুলে দিতে পারবো।জানা গেছে, চলতি বছর পূর্ব মেদিনীপুর জেলার ১২৮৫টি ক্লাব এই অনুদান পেতে চলেছে। যার জন্য পূর্ব মেদিনীপুর জেলায় ১৪কোটি ১৩ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ সুপারের অফিস থেকে সমস্ত থানায় পুজো কমিটিগুলিকে অনুদান প্রদানের জন্য চেক পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই চেক প্রদানের প্রক্রিয়া চলছে জেলা জুড়ে। 

No comments