Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দু মিনিট বাস দেরি হওয়ার ফলে দক্ষিণবঙ্গ রাষ্ট্রপরিবহন সংস্থার কন্টাকটার কে মার পুলিশের হস্তক্ষেপে উদ্ধার !

দু মিনিট বাস দেরি হওয়ার ফলে দক্ষিণবঙ্গ রাষ্ট্রপরিবহন সংস্থার কন্টাকটার কে মার পুলিশের হস্তক্ষেপে উদ্ধার !হলদিয়া ডিপোর কন্ডাকটর দেবিদাস চক্রবর্তী ১০:০৫ মিনিটে ধমর্তলা হইতে বাস ছেড়ে হলদিয়া আসার উদ্দেশ্যে রওয়া দিয়ে আসার সময় বাসে কম…

 



দু মিনিট বাস দেরি হওয়ার ফলে দক্ষিণবঙ্গ রাষ্ট্রপরিবহন সংস্থার কন্টাকটার কে মার পুলিশের হস্তক্ষেপে উদ্ধার !

হলদিয়া ডিপোর কন্ডাকটর দেবিদাস চক্রবর্তী ১০:০৫ মিনিটে ধমর্তলা হইতে বাস ছেড়ে হলদিয়া আসার উদ্দেশ্যে রওয়া দিয়ে আসার সময় বাসে কম যাত্রী থাকার ফলে রাধামণীতে যাত্রী হাত দেখায় বাস দাড় করিয়ে তাদের বাসে তুলার ফলে ২ মিনিট বাস লেট করায় বাসে থাকা একজন যাত্রী নাম তার আমিন আলী খান।



বাসের ডাইভার সুনীল প্রধান কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাতে কন্ডাকটর প্রতিবাদ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাস থেকে নেমে দেখে নেওয়ার হুমকি দেয় ও ফোন করে ঐ ব্যাক্তি যে বাস স্টপেজ এ নামবে ভবানীপুর এস বি এস টি সি বাস ডিপো সংলগ্ন কালি মন্দির বাস স্টপেজে আগে থেকে প্রায় ১৫-১৬ জন ডেকে দাড় করিয়ে রাখে কালিমন্দির বাস স্টপেজ এ বাস দাড়া মাত্রই ঐ যাত্রী বাসের দরজা সম্মুখে থাকা কন্ডাকটর কে ধাক্কা মেরে বাস দিয়ে নামায় ঐ স্টপেজ থাকা তার স্ত্রী সাবেরা বিবি ও পুত্র আলাউদ্দিন খান কলাট ধরে নামিয়ে বেধরক মারতে থাকে। তাদের সাথে থাকা আরও প্রায় ১২-১৩ জন তারাও মারতে থাকে।কাছে থাকা প্রায় ৪৫০০/- টাকা সহ গোলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেয়।ঐ কন্ডাকটর বাচার জন্য চিৎকার করলে পাশে থাকা ক্লাবের ছেলেরা এসে উদ্ধার করে এবং তারা থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে ও ওদের মধ্যে থাকা ঐ ব্যাক্তির স্ত্রী ও পুত্র কে ধরে থানায় নিয়ে যায়। পরে প্রশাষনের সহযোগিতা উদ্ধার হয়ে হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা করিয়ে থনায় কমপ্লেন জমা করে আইনি সহযোগিতা নেন।হলদিয়া ডিপোর আই. এন. টি. টি. ইউ. সির সম্পাদক অনুপ কুমার দাস এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং অপরাধীরা যাহাতে কঠোরতম স্বাস্থী পাই তার জন্য প্রশাষনের কাছে দাবি জানান ও ঐ আহত ব্যাক্তির পাশে থাকার আশ্বাস দেন।



No comments