Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৬ নম্বর জাতীয় সড়কের(মুম্বাই রোডে)মেচগ্রামে গতকাল রাত্রিতে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত-২,গুরুতর আহত-১১,প্রতিবাদে রাত্রিতেই সড়ক অবরোধ

১৬ নম্বর জাতীয় সড়কের(মুম্বাই রোডে)মেচগ্রামে গতকাল রাত্রিতে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত-২,গুরুতর আহত-১১,প্রতিবাদে রাত্রিতেই সড়ক অবরোধ । মৃতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের দাবী নাগরিক সুরক্ষা কমিটির!
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : আ…

 





১৬ নম্বর জাতীয় সড়কের(মুম্বাই রোডে)মেচগ্রামে গতকাল রাত্রিতে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত-২,গুরুতর আহত-১১,প্রতিবাদে রাত্রিতেই সড়ক অবরোধ । মৃতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের দাবী নাগরিক সুরক্ষা কমিটির!


সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : আজ ২১ সেপ্টেম্বর,রাত্রি ১১টা ১৫ মিনিট নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের(মুম্বাই রোডে) পূর্ব মেদিনীপুরের মেচগ্রামের কাছে একটি কন্টেনার গাড়ী একটি ট্রাভেলার গাড়ির পেছনে ধাক্কা মারলে ট্রাভেলার গাড়িটি ঘুরে সড়ক সংলগ্ন স্থানীয় বিশ্বকর্মা পূজার মেলার মধ্যে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই ২ জন মারা যায়। মৃতদের একজন এই মেলা কমিটির সম্পাদক বিজয় বেরা। বাকী ১১ জনের আঘাত গুরুতর। গুরুতর আহতদের পুলিশ প্রথমে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করে। তারপর  কয়েকজনকে কলকাতা ও তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পাঁশকুড়া থানার পুলিশ গাড়িটিকে সরিয়ে নিয়ে যায়। এবং গাড়ির চালককে আটক করে। 

            নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক জানান,প্রায় দেড় মাস আগে সিদ্ধা বাজারে সন্ধ্যের সময় অনুরূপ ঘটনা ঘটে তিনজন প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে মাস খানিক আগে জিঞাদা বাজারে আবার ওই ধরনের দুর্ঘটনা ঘটলো। তারপর গতকাল আবার অনুরূপ ঘটনা ঘটলো। আমাদের দাবী,দুর্ঘটনায় মৃতদের ৫ লক্ষ,গুরুতর আহতদেরকে ২ লক্ষ,সামান্য আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরন দিতে হবে।  

         


No comments