ডি এ ভি স্পোর্টস ২০২৫ এর রাজ্য স্তরের প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন আলিম্পিয়ান সোমা বিশ্বাসগতকাল আসানসোলের লোকো গ্ৰাউন্ড স্টেডিয়ামে সমাপ্ত হল ডি এ ভি স্পোর্টস ২০২৫ এর রাজ্য স্তরের প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন আলিম্পিয়ান সোমা বিশ্বা…
ডি এ ভি স্পোর্টস ২০২৫ এর রাজ্য স্তরের প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন আলিম্পিয়ান সোমা বিশ্বাস
গতকাল আসানসোলের লোকো গ্ৰাউন্ড স্টেডিয়ামে সমাপ্ত হল ডি এ ভি স্পোর্টস ২০২৫ এর রাজ্য স্তরের প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন আলিম্পিয়ান সোমা বিশ্বাস ও অনান্য অতিথিবৃন্দ।২০২৩ সাল থেকে ডি এ ভি স্পোর্টস হল ভারত সরকারের স্পোর্টস মিনিস্ট্রি ও ইয়ুথ এফেয়ার্স এর অনুমোদিত বৃহত্তর ক্রীড়া প্রতিযোগিতা। এখানে ৩০ টি ইভেন্ট রয়েছে। প্রতিটি ইভেন্টে অনূর্ধ্ব ১৪,১৭ও ১৯ বছর বয়সী ছেলে মেয়েরা অংশগ্রহণ করে থাকে। এবছর ১০ টি ভেনুতে ডি এ ভি স্পোর্টস এর রাজ্য স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রায় ৪ হাজার প্রতিযোগী ১৭ টি ইভেন্টে অংশগ্রহণ করে। যার মধ্যে ডি এ ভি পাবলিক স্কুল, হলদিয়া থেকে যায় ৪৯৪ জন। স্কুলের ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, আর্চারি, এ্যাথলেটিক্স,খো খো,হ্যান্ডবল, সুইমিং,কারাটে,তাইকোন্ডো ও কাবাডি দল অসামান্য সাফল্য লাভ করে। রাজ্য স্তরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ডি এ ভি, আসানসোল এবং রানার আপ হয়েছে ডি এ ভি হলদিয়া।এই সাফল্যে স্কুলের প্রিন্সিপাল এন পি দত্ত খেলোয়াড়, ক্রীড়া শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়েছেন।ক্রীড়া শিক্ষক ত্রিদিব হাজরা বলেন স্কুলের উন্নত ক্রীড়া পরিকাঠামো,দক্ষ ক্রীড়া শিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ, খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের ফলে এই সাফল্য এসেছে ।আগামী ২২ থেকে ২৪ শে নভেম্বর, দিল্লিতে যে 'ডি এ ভি নেশন্যাল গেমস' অনুষ্ঠিত হবে। সেখানে হলদিয়া থেকে প্রায় ৩০ জন খেলোয়াড় বাংলা দলে সুযোগ পেয়েছেন।
No comments