Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নেপালকে হারিয়ে ক্যারাটেতে সোনা জয় পূর্ব মেদিনীপুরের ৯ কৃতীর

নেপালকে হারিয়ে ক্যারাটেতে সোনা জয় পূর্ব মেদিনীপুরের ৯ কৃতীর
অশান্ত নেপাল। সেই দেশকে হারিয়ে ক্যারাটেতে সোনা জয় করলো পূর্ব মেদিনীপুর জেলার নয়জন কৃতি সন্তান। গত শুক্র, শনি এবং রবিবার কালিম্পংয়ে অনুষ্ঠিত হয় চতুর্থ ইন্দো- নেপাল …

 



নেপালকে হারিয়ে ক্যারাটেতে সোনা জয় পূর্ব মেদিনীপুরের ৯ কৃতীর


অশান্ত নেপাল। সেই দেশকে হারিয়ে ক্যারাটেতে সোনা জয় করলো পূর্ব মেদিনীপুর জেলার নয়জন কৃতি সন্তান। গত শুক্র, শনি এবং রবিবার কালিম্পংয়ে অনুষ্ঠিত হয় চতুর্থ ইন্দো- নেপাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। সেখানে দুই দেশ মিলিয়ে মোট ৮২২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ভারত থেকে ছিল ২৩০ জন। সেখানে রুদ্ধশ্বাস লড়াইয়ে সোনা জয় করেছে পূর্ব মেদিনীপুর জেলার নয়জন কৃতি সন্তান। পাশাপাশি সিলভারের পদক পেয়েছে ৬ জন এবং ব্রোঞ্জ পেয়েছে মোট ১৩ জন। জেলার কৃতিদের এরূপ সাফল্যে একপ্রকার উচ্ছ্বসিত জেলার মানুষজন। জানা গেছে, সোনা জয়ীদের মধ্যে অধিকাংশের বাড়ি মহিষাদলে। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় কাতা এবং কুমি এই দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাতাতে সোনা পেয়েছে মঙ্গল মাইতি, রিমি বেরা এবং লিপিকা পণ্ডিত। এছাড়াও কুমিতে সোনা পেয়েছেন পদ্মনাভ সামন্ত, সঞ্জয় আদক, রিয়া মাইতি, স্নেহাশ্রী চক্রবর্তী, শ্রেয়া মাজি, রিমি বেরা। এদের মধ্যে রিমি কাতা এবং কুমি দুটি বিভাগেই সোনা জয় করেছে। জেলায় এই খবর ছড়িয়ে পড়তেই বর্তমানে খুশির হাওয়া বইতে শুরু করেছে। এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের পাশাপাশি ভারতবর্ষ দ্বিতীয় স্থান অধিকার করেছে। পশ্চিমবঙ্গ থেকে এই চ্যাম্পিয়নশিপে উপস্থিত ছিলেন মডার্ন সতকান ক্যারাটে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের সভাপতি শিহান আশরাফ আলী, মডার্ন সতকান ক্যারাটের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক সেনসি বিধান জানা, এবং সভাপতি সেনসি শেখ আকবর। সোনা জয়ীদের মধ্যে পদ্মনাভ এবং সঞ্জয়ের বাড়ি মহিষাদলের দক্ষিণ কাশিমনগর গ্রামে। রিয়া মাইতির বাড়ি মহিষাদলের লক্ষ্যা, স্নেহাশ্রী চক্রবর্তীর বাড়ি সরবেড়িয়ায়, শ্রেয়া মাজি বাড়ি মহিষাদলের গেঁওখালি এলাকায়। এছাড়াও মঙ্গল মাইতির বাড়ি নন্দকুমারে, রিমি এবং লিপিকার বাড়ি কাঁথিতে। মডার্ন সতকান ক্যারাটের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক সেনসি বিধান জানা বলেন, “আমাদের এই জেলার কাঁথি এবং মহিষাদল থেকে দুটি টিম এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। সেখানে জেলার ছেলেমেয়েরা ব্যাপক সাফল্য পেয়েছে। এই জেলা থেকে নয় জন সোনা, ৬ জন সিলভার এবং ১৩ জন ব্রোঞ্জ পেয়েছে। আমি সকলকে শুভেচ্ছা জানাই।

No comments