Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চীন বিপ্লবের রূপকার মাও সে তুং এর প্রয়াণ দিবস উদযাপন!

চীন বিপ্লবের রূপকার মাও সে তুং এর প্রয়াণ দিবস উদযাপন!  -সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক : আজ ৯ সেপ্টেম্বর। চীন বিপ্লবের রূপকার মহান নেতা মাও সে তুং এর ৫০ তম প্রয়াণ দিবস। এস ইউ সি আই (কমিউনিস্ট )এর পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের মেছে…

 




চীন বিপ্লবের রূপকার মাও সে তুং এর প্রয়াণ দিবস উদযাপন! 

 -সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক : আজ ৯ সেপ্টেম্বর। চীন বিপ্লবের রূপকার মহান নেতা মাও সে তুং এর ৫০ তম প্রয়াণ দিবস। এস ইউ সি আই (কমিউনিস্ট )এর পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের মেছেদা,পাঁশকুড়া,ভোগপুর,তমলুক,নিমতৌড়ি,ময়না , হলদিয়া,কাঁথি এগরা প্রভৃতি স্থানে মাও সে তুঙ এর প্রতিকৃতিতে মাল্যদান,মাও সে তুং এর বক্তব্য পাঠ প্রভৃতি কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। মেচেদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিশ্বনাথ পড়িয়া,তমলুকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি। বক্তারা বলেন, আজকের ভারতবর্ষের যে অর্থনৈতিক ব্যবস্থা যেখানে একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, দিনের পর দিন বেকারের সংখ্যা বাড়ছে,চাকরি নেই ,কাজ নেই। কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাসীন দলগুলো নির্বাচনের সময় যা যা প্রতিশ্রুতি দেয়, কোনটাই তারা কার্যকরী করছে না,। প্রতিদিন কোথাও না কোথাও মা-বোনেরা অত্যাচারিত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে। প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদ- বিক্ষোভ যাতে সংগঠিত রূপ না নেয় তাই ক্ষমতাসীন দলগুলো মানুষের মধ্যে বিভাজন আনার জন্য নানান ধরনের কৌশল অবলম্বন করছে। এই অবস্থাতে মহান নেতা মাও সে তুং এর জীবনী চর্চা খুব গুরুত্বপূর্ণ। একটা সময় চীনের গরিব খেটে খাওয়া শ্রমিক শ্রেণীকে আফিমের নেশায় আসক্ত করে রাখা হয়েছিল। তারা যাতে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন না করে। মহান নেতা মাও সেতুং চীনে একটি শক্তিশালী কমিউনিস্ট পার্টি গড়ে তুলেন। এই মানুষগুলোকে সংগঠিত করে চীনের রাষ্ট্রকাঠামো পরিবর্তন করেন। গরিব মানুষকে মুক্ত করেন। সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করে অর্থনীতির বিকাশ ঘটান। বেকারি ,দারিদ্র ,অশিক্ষা দূর হয়। তাই মাও সেতুং এর ৫০ তম প্রয়াণ দিবসে মাও সে তুং এর জীবন নিয়ে ব্যাপক আলোচনা প্রয়োজন বলে মনে করেন এস ইউ সি আই (কমিউনিস্ট )পার্টির নেতৃবৃন্দ।



No comments