Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া মহকুমার হাসপাতালে নতুন পালক সংযোজন!

হলদিয়া মহকুমার হাসপাতালে নতুন পালক সংযোজন!হলদিয়া  রিফাইনারীর আর্থিক সহায়তা বার্ন ইউনিটের উদ্বোধন। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বার্ন ওয়ার্ড হাসপাতাল তৈরি করা। কোন দুর্ঘটনা ঘটলেই সেই সকল রোগীদের কলিকাতায় নিয়ে যেতে হয় তা দীর্…

 




হলদিয়া মহকুমার হাসপাতালে নতুন পালক সংযোজন!

হলদিয়া  রিফাইনারীর আর্থিক সহায়তা বার্ন ইউনিটের উদ্বোধন। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বার্ন ওয়ার্ড হাসপাতাল তৈরি করা। কোন দুর্ঘটনা ঘটলেই সেই সকল রোগীদের কলিকাতায় নিয়ে যেতে হয় তা দীর্ঘ সময় লেগে যায় আর সেজন্যই বার্ন ওয়ার্ড খুবই প্রয়োজন ছিল। 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/KmlWRgqcXcg

হলদিয়া রিফাইনারীতে কয়েকবার বড় দুর্ঘটনা ঘটার পরেই তাদের সিএসআর প্রকল্পে বার্ন ওয়ার্ড হাসপাতাল তৈরি করার উদ্যোগ নেন।দীর্ঘ তিন বছর লেগেছে নির্মাণ কাজ করতে। হলদিয়া মহকুমার হাসপাতালে সংলগ্ন এই বার্ন ওয়ার্ড বা আইসুলেশন  ওয়ার্ড তৈরি হয়। আজ ১ লা সেপ্টেম্বর সোমবার  উদ্বোধন হয় প্রায় আট কোটি টাকা খরচ করে হলদিয়া রিফাইনারী তাদের সিএসআর প্রকল্পে এই আইসুলেশন ও বার্ন ওয়ার্ড হাসপাতালটি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় হলদিয়া রিফাইনারীর ইডি অতনু সান্যাল সহ বিভিন্ন আধিকারিক বৃন্দ। ছিলেন হলদিয়া মহকুমার হাসপাতালের ডাক্তার নার্স সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাসপাতালের তরফ থেকে আগামী দিনে আরও একটি হাসপাতাল দেওয়ার জন্য আবেদন করেন। বার্ন ওয়ার্ড  উদ্বোধন হলেও এই মুহূর্তে এই হাসপাতালটি ইমার্জেন্সি হিসেবে কাজ হবে। মহকুমার হাসপাতালের  পুরাতন বিল্ডিং খুবই ভগ্ন অবস্থায় রয়েছে । সেজন্যই আপাতত যত দিন ভগ্ন হাসপাতাল নতুন না হয় তত দিন পর্যন্ত এই বার্ন ওয়ার্ড বা আইসুলেশন ওয়ার্ডটাই ইমারজেন্সি বিভাগ হিসেবেই কাজ হবে বলে জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়। সবাইকে ধন্যবাদ জানান হাসপাতালে ভারপ্রাপ্ত আধিকারিক নীলাঞ্জনা চক্রবর্তী।

No comments