Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া হাসপাতালে নতুন বার্ন ওয়ার্ড, আইসোলেশনের উদ্বোধন!

হলদিয়া হাসপাতালে নতুন বার্ন ওয়ার্ড, আইসোলেশনের উদ্বোধন!

সোমবার হলদিয়া মহকুমা হাসপাতালে নতুন আইসোলেশন ও বার্ন ওয়ার্ডের উদ্বোধন হয়েছে। এজন্য সম্পূর্ণ নতুন এবং আধুনিকমানের একটি আলাদা ভবন তৈরি হয়েছে। আট কোটি টাকা খরচে নতুন এই ভবন তৈরি…

 


হলদিয়া হাসপাতালে নতুন বার্ন ওয়ার্ড, আইসোলেশনের উদ্বোধন!



সোমবার হলদিয়া মহকুমা হাসপাতালে নতুন আইসোলেশন ও বার্ন ওয়ার্ডের উদ্বোধন হয়েছে। এজন্য সম্পূর্ণ নতুন এবং আধুনিকমানের একটি আলাদা ভবন তৈরি হয়েছে। আট কোটি টাকা খরচে নতুন এই ভবন তৈরি করে দিয়েছে হলদিয়া আইওসি রিফাইনারি কর্তৃপক্ষ। ৩০ শয্যার আধুনিক পরিকাঠামো যুক্ত বার্ন ওয়ার্ড পুজোর আগে চালু হয়ে যাবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যদপ্তর। এদিন উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়, আইওসির এগজিকিউটিভ ডিরেক্টর অতনু সান্যাল প্রমুখ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আড়াই বছর আগে আইওসিতে অগ্নিকাণ্ড থেকে বড়সড় দুর্ঘটনা ঘটে। তারপরই আইওসি কর্তৃপক্ষ হলদিয়া মহকুমা হাসপাতালে আলাদা একটি বার্ন ইউনিট গড়ে তোলার প্রস্তাব দেয়। সিএমওএইচ বলেন, আইওসি রিফাইনারি কর্তৃপক্ষ জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তরের কাছে হলদিয়া হাসপাতালে আধুনিকমানের ইমারজেন্সি চিকিৎসার জন্য পরিকাঠামো গড়তে প্রস্তাব দিয়েছিল। এরপর তারা এগিয়ে এসে নিজেরাই আট কোটি টাকা খরচ করে বার্ন ইউনিট ভবন গড়েছে। নতুন ভবন গড়ে আইওসি রাজ্য প্রশাসনকে উপহার দিয়েছে। আইওসির এগজিকিউটিভডিরেক্টর বলেন, পয়লা সেপ্টেম্বর আইওসির প্রতিষ্ঠা দিবস। এবার ৬৬তম প্রতিষ্ঠা দিবসে আইওসি হলদিয়াকে নতুন হাসপাতাল উপহার দিয়েছে। এবছর হলদিয়া রিফাইনারির সুবর্ণ জয়ন্তী বর্ষে আইওসি হলদিয়া মহকুমা সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে আরও ৮ কোটি টাকা দেবে বলে এদিন ঘোষণা  করেন এগজিকিউটিভ

তবে, হলদিয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ নতুন ভবনকে বার্ন ওয়ার্ডের জন্য পুরোপুরি ব্যবহার করবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। হলদিয়া মহকুমা হাসপাতালের ভগ্নদশার জন্য দেড় বছর আগেই পুরনো ভবনকে 'বিপজ্জনক' ঘোষণা করেছেন পিডব্লুডির ইঞ্জিনিয়াররা। কিন্তু নতুন ভবন তৈরি না হওয়ায় বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ। নিরুপায় হয়ে হাসপাতালের পাশে গড়ে ওঠা কোভিড বিল্ডিংয়ে আউটডোর ও কয়েকটি ওয়ার্ডের শতাধিক বেড সরানো হয়েছে। ওই বিল্ডিং থেকে ধাপে ধাপে বিভিন্ন ওয়ার্ড সরানোর কাজ শুরু এখনও অপারেশন থিয়েটার, লেবার ওয়ার্ড, ইমারজেন্সি, এইচডিইউ, প্যাথলজি চলছে বিপজ্জনক কাঠামোর মধ্যেই। এই পরিস্থিতিতে মাসখানেক আগে জেলাশাসক দ্রুত বার্ন ইউনিটের ভবন চালু করার নির্দেশ দেন। তারপরই তোড়জোড় শুরু হয়। এখনও ওই ভবনের বেশ কিছু কাজ বাকি।

সিএমওএইচ বলেন, হাসপাতালের নতুন ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পিডব্লুডি কাজে গড়িমসি করছে। সেজন্য বার্ন ইউনিটে একই সঙ্গে ইমারজেন্সি ওয়ার্ড ও বার্ন ইউনিট চলবে। কারণ বার্ন ইনজুরিও একধরনের ইমারজেন্সি কেস। তবে সবসময় তো ওই ঘটনা ঘটে না। তবে আপৎকালীন বেড রেডি থাকবে। এদিকে, দুর্গাচকে মহকুমা শাসকের পুরনো বিল্ডিংয়ে হাসপাতালের আউটডোর সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে

No comments