মন্দিরের সামনে ভ্যাট প্রতিবাদ করে ডেপুটেশন পৌরবাসী!হলদিয়া পৌরসভার ২৯ টি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় ভ্যাটগুলি রয়েছে এবং সেই ভ্যাটের বজ্র পদার্থ তুলে নিয়ে যায় একটি এজেন্সির মাধ্যমে।ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/Hk2HkE4i…
মন্দিরের সামনে ভ্যাট প্রতিবাদ করে ডেপুটেশন পৌরবাসী!
হলদিয়া পৌরসভার ২৯ টি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় ভ্যাটগুলি রয়েছে এবং সেই ভ্যাটের বজ্র পদার্থ তুলে নিয়ে যায় একটি এজেন্সির মাধ্যমে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/Hk2HkE4iNTc
পৌর এলাকায় রাস্তার উপরে ময়লা আবর্জনা পড়ে থাকত সেই জন্যই রাজ্য সরকারের নির্দেশদেয় প্রতিটি জায়গায় ভ্যাট করে সেই ময়লা ফেলানোর জন্য। হলদিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নতুন করে ভ্যাট তৈরি কাজ চলছে কিন্তু যেখানে এই ভ্যাট তৈরি হচ্ছে, প্রথম প্রত্যন্ত গঞ্জ এলাকায় লোক বসতি রয়েছে এবং তার পাশে একটি মন্দির রয়েছে বলে অভিযোগ। যাতে ওই জায়গায় ভ্যাট না করে অন্যত্র করা হয় সেজন্য এসডিও এবং পৌর প্রশাসকের কাছে ডেপুটেশন দিলেন। অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর জেলা সভাপতি চিনাংশু গোস্বামী। তিনি বলেন মন্দিরের সামনে বজ্র পদার্থ ফেলানো হবে হিন্দু মুসলিম দেব-দেবতা সকলেই মেনে চলেন কিন্তু মন্দিরের সামনে এই ভ্যাট থাকা সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন হবে। অবিলম্বে ওই জায়গা থেকে ভ্যাট অন্যত্র যাতে সরানো হয় তার জন্য আমরা এসডিও এবং পৌর প্রশাসকের কাছে আমরা আলাদা আলাদা ভাবে ডেপুটেশন দিলাম।
No comments