শাসক দলের শ্রমিক সংগঠন কে হারিয়ে বিরোধী দলের শ্রমিক সংগঠনের জয়! শিল্প শহরে শিল্পের দেবতা বিশ্বকর্মা পূজার আগেই গেরুয়া আবির মেখেই উল্লাসিত হল শ্রমিকরা।সকাল থেকে শুরু হয়েছিল কড়া নিরাপত্তা টাটা স্টিল কারখানা হুগলী মেট্রো ডিভিশন…
শাসক দলের শ্রমিক সংগঠন কে হারিয়ে বিরোধী দলের শ্রমিক সংগঠনের জয়!
শিল্প শহরে শিল্পের দেবতা বিশ্বকর্মা পূজার আগেই গেরুয়া আবির মেখেই উল্লাসিত হল শ্রমিকরা।
সকাল থেকে শুরু হয়েছিল কড়া নিরাপত্তা টাটা স্টিল কারখানা হুগলী মেট্রো ডিভিশনের স্থায়ী কর্মীদের প্রতিনিধি নির্বাচন।শিল্প শহর প্রতিনিয়ত লেগেই রয়েছে শ্রমিক বিক্ষোভ কোথাও সিওডি কোথাও ম্যানেজমেন্টের চোখ রাঙ্গানি আবার কোথাও দীর্ঘদিন কাজ করার পর শ্রমিকদের কাজ হারাতে হচ্ছে। যদিও এই মুহূর্তে আইএন টিটিইউসি শ্রমিক সংগঠনের কোর কমিটি নির্বাচিত হয়েছে কিন্তু সেই কমিটি গেটের সামনে গিয়ে শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছে না অভিযোগ। তার ফলেই শ্রমিকরা অভিভাবক হীন হয়ে পড়ছে ধীরে ধীরে। আজ ১০ই সেপ্টেম্বর হলদিয়া টাটা স্টিল হুগলি মেটকো ডিভিশনের প্রতিনিধি নির্বাচন দলীয় প্রতীকেই নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য কারখানায় নির্দিষ্ট হয় প্রার্থী তালিকা এবং প্রার্থীদের কেবলমাত্র নির্বাচন হয় বিনা প্রতীকেই কিন্তু এখানে তার উল্টো দলের পক্ষ থেকে প্রতীকে নির্বাচন হয়। সেই নির্বাচনে যারা বেশি ভোট পাবেন তাদের মধ্যেই জানা যায় ৯ জন পরিচালন মন্ডলী তারা প্রতিনিধি নির্বাচিত হবে। গত কয়েক বছর আগেই টাটা স্টিল হুগলি মেটকো কারখানায় নির্বাচনে শাসক দল বিরোধী দলকে ধরাশায়ী করে নির্বাচনে জয়ী হয়েছিলেন। কিন্তু ২০২৫ এই নির্বাচন আগামী ২৬ শে বিধানসভা নির্বাচনের পাক মহড়া হিসেবে দেখা যায়। শাসক দলে বিরুদ্ধে শ্রমিকরা। অন্যান্য জায়গায় শ্রমিকদের ব্যক্তিগত নামে নির্বাচিত হতেন কিন্তু এখানে দলিয় প্রতীক দেখেই সরাসরি ভোট দিলেন। নির্বাচনে মূলত শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিপিইউসি, এবং ভারতীয় মজদুর সংঘ বিএমএস এবং সি আই টি ইউ এই নির্বাচনে তাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত হলেন। এই নির্বাচনে আইএনটিটিইউসি প্রতীক ছিল উদয়মান সূর্য, ভারতীয় মজদুর সংঘের প্রতীক ছিল সিংহ. সি আই টি ইউ সি তাদের প্রতীক ছিল কাস্তে হাতুড়ি। সন্ধ্যের পর ফলাফল ঘোষণা হতেই নির্বাচনের চিত্র বদলে যায় শাসক দল আইএনটি হারিয়ে এবারে হুগলি মেট্রো ডিভিসনের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ভারতীয় মজদুর সংঘ। সূত্রে জানা যায় মোট ভোটার ১৯৯ ভোট পড়েছে ১৯৭টা বি এম এস পেয়েছে ১২৮টি ভোট। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৬২ এবং সিআইটিইউ পেয়েছে ৭টি। ফলাফল ঘোষণার পর সমস্ত শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী। কিন্তু কি বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন আইএনটিটিইউসি জেলা সভাপতি শিবনাথ সরকার।
।
No comments