Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আসন্ন পুজোর প্রাক্কালে শিল্প শহরে বুটিক শাড়ীর প্রদর্শনী ও মেলা !

শিল্প শহরে বুটিক শাড়ীর প্রদর্শনী ও মেলা !


আসন্ন পুজোর প্রাক্কালে শিল্প শহরে বুটিক শাড়ীর প্রদর্শনী ও মেলা !সাজতে বা সাজাতে কে না ভালোবাসে। সকলকে অপরুপা হতে ভিন্ন ধরনের নিত্য নতুন পোশাক কসমেটিক্স সকলে নতুন কিছু খুঁজে, সেই সকল সামগ…

 



শিল্প শহরে বুটিক শাড়ীর প্রদর্শনী ও মেলা !




আসন্ন পুজোর প্রাক্কালে শিল্প শহরে বুটিক শাড়ীর প্রদর্শনী ও মেলা !

সাজতে বা সাজাতে কে না ভালোবাসে। সকলকে অপরুপা হতে ভিন্ন ধরনের নিত্য নতুন পোশাক কসমেটিক্স সকলে নতুন কিছু খুঁজে, সেই সকল সামগ্রী নিয়ে আসন্ন পুজোর প্রাক্কালে কেনাকাটা হোক কলকাতা সহ রাজ্যের বুটিক ও হস্তশিল্পীদের সমারহে বুটিক শাড়ীর প্রদর্শনী এক্সিবিশন ও মেলা ২০২৫, পিতৃপক্ষের শুরুতেই শিল্প তালুক হলদিয়া হাজরা মোড় পালকি অডিটোরিয়ামে শুরু হয়েছে বুটিক শাড়ির প্রদর্শনী ও মেলা। সামনে বিশ্বকর্মা   বাংলা বাঙালি হৃদয়ের  দুর্গোৎসব। ষষ্ঠী থেকে দশমী অষ্টমীর ব্রত এবং দশমীর সিঁদুর খেলা মাকে বরণ করতে এবং নিত্য নতুন পোশাক পরে পুজোর শুভেচ্ছা জানাতেই, নিত্য নতুন ডিজাইনের পোশাক ও কসমেটিক্স নিতে আসতেই হবে বুটি মেলায়। হ্যাঁ ঠিকই শুনেছেন এবারের এই প্রথম শিল্প শহরে বুটিক মেলা অনুষ্ঠিত হচ্ছে। হলদিয়া হাজরা মো ড় হলদিয়া পৌরসভা নিজস্ব পালকি অডিটোরিয়াম  ১১-১২-১৩ সেপ্টেম্বর। এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাতের তৈরি জিনিসের সামগ্রী থাকছে। মেলা প্রত্যেক দিন খোলা হবে সকাল ৯টা থেকে রাত্রি ১১ঃ০০ টা পর্যন্ত। জানালেন বুটিক মেলা এম কালেকশন সংস্থার কর্মধার মিলন অধিকারী।


No comments