স্বাধীনতা দিবসে জমজমাট প্রীতি ফুটবল, আয়োজনে পঁচেট সনাতনী ঐক্য !
স্বাধীনতা দিবসের আনন্দে আজ পঁচেটগড় রাস মেলা ময়দানে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য প্রীতি ফুটবল প্রতিযোগিতা। আয়োজন করে পঁচেট সনাতনী ঐক্য ক্লাব। সকাল থেকে মাঠজুড়ে ছিল উৎসবের…
স্বাধীনতা দিবসে জমজমাট প্রীতি ফুটবল, আয়োজনে পঁচেট সনাতনী ঐক্য !
স্বাধীনতা দিবসের আনন্দে আজ পঁচেটগড় রাস মেলা ময়দানে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য প্রীতি ফুটবল প্রতিযোগিতা। আয়োজন করে পঁচেট সনাতনী ঐক্য ক্লাব। সকাল থেকে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, উপস্থিত ছিলেন শতাধিক ক্রীড়াপ্রেমী দর্শক।
প্রতিযোগিতায় অংশ নেয় চারটি স্থানীয় দল
?পঁচেট সনাতনী ঐক্য, পঁচেট স্পোর্টস অ্যাকাডেমি, পঁচেট জুয়েল স্টার ক্লাব, পঁচেট আরিয়ান ক্লাব দিনভর সমান তালে লড়াই শেষে ফাইনালে ওঠে পঁচেট সনাতনী ঐক্য ও পঁচেট জুয়েল স্টার ক্লাব। নির্ধারিত সময়ে দুই দলই ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় রোমাঞ্চকর ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পায় পঁচেট সনাতনী ঐক্য ক্লাব এবং চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের দখলে নেয়।
খেলার শেষে বিজয়ী দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়। আয়োজক কমিটির সদস্যরা জানান আগামী দিনে প্রতিবছর স্বাধীনতা দিবসে এমন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই তাদের মূল লক্ষ্য।
No comments