ডিঃঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে রাখি পূর্ণিমার শুভক্ষণে ছাত্রছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকারা একে অপরকে রাখি পরিয়ে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হলেন!আজ ৯ই আগস্ট, ২০২৫ শনিবার ডিঃঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে রাখি পূর্ণিমার শুভক্ষণে …
ডিঃঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে রাখি পূর্ণিমার শুভক্ষণে ছাত্রছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকারা একে অপরকে রাখি পরিয়ে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হলেন!
আজ ৯ই আগস্ট, ২০২৫ শনিবার ডিঃঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে রাখি পূর্ণিমার শুভক্ষণে ছাত্রছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকারা একে অপরকে রাখি পরিয়ে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করে রাখি বন্ধন উৎসব উদযাপন করে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীরা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাখি বন্ধন দিবসটিকে আরও উজ্জ্বল করে তোলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ডিঃঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক তথা ১৭ নং ওয়ার্ড এডুকেশন কমিটির সম্পাদক যশরাজ ব্রহ্মচারী রাখি বন্ধন উৎসবের তাৎপর্য নিয়ে বিশদে আলোচনা করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীতারা পারভিন, সহশিক্ষক প্রতাপ চন্দ্র আদক, সহশিক্ষক যশরাজ ব্রহ্মচারী, সহশিক্ষিকা সোমা রানি দাস, সহশিক্ষিকা অঞ্জনা হুতাইত ভূঞ্যা, সহশিক্ষিকা আম্বিয়া খাতুন, সহশিক্ষক অশোক দাস, সহশিক্ষিকা নিলিমা প্রধান দাস ও আরো অন্যান্য ব্যক্তিবর্গ। শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে চকোলেট তুলে দেন। সর্বশেষে প্রধান শিক্ষিকা সমস্ত ছাত্রছাত্রীদের ভালোবাসা ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে রাখিবন্ধন উৎসবের সমাপ্তি ঘোষণা করেন।
No comments