ষষ্ঠতম শোলাট গ্রামের দুর্গো উৎসবের খুঁটিপূজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান!
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা কেন্দ্রের শোলাট গ্রামের দুর্গা পুজোর ঢাকে পড়লো কাঠি। হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড শোলাট গ্রামের শীতলা মন্দির প্রাঙ্গন ম…
ষষ্ঠতম শোলাট গ্রামের দুর্গো উৎসবের খুঁটিপূজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান!
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা কেন্দ্রের শোলাট গ্রামের দুর্গা পুজোর ঢাকে পড়লো কাঠি। হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড শোলাট গ্রামের শীতলা মন্দির প্রাঙ্গন মাঠে "আমরা সবাই" দুর্গোৎসব ২০২৫ এর মহাসমারোহে খুঁটিপূজো হলো রাখি পূর্ণিমার পূণ্য লগ্নে। ঢাক ঢোল বাজিয়ে মাঙ্গলিক কর্মকাণ্ডের পর পবিত্র খুঁটি পুঁতে উদ্বোধন করলেন গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পাশাপাশি বিভিন্ন গ্রামে পুজোর শুভানুধ্যায়ী ছিলেন বিশিষ্ট সমাজসেবী মিলন মণ্ডল প্রমূখ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/R2-vOSo-9i8
এবার শরতের আকাশে সাবেকি আনা থিম নিয়ে মন্ডপ ও পরিবেশ সাজিয়ে তোলা হবে যা দর্শক মন্ডলীর মন জয় করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক সংস্থার কর্মকর্তাবৃন্দ। আনুমানিক ব্যয় ধরা হয়েছে কয়েক লক্ষ টাকা। এই মাঙ্গলিক অনুষ্ঠান দেখার জন্য এবং উৎসব কমিটির উৎসাহীদের উৎসাহিত করার জন্য বহু গ্রামবাসী হাজির হয়। আজকের সকাল থেকে গ্রামের ছেলেমেয়েদের দ্বারা পরিবেশিত হয় বিভিন্ন সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান । এদিন সকলকে গ্রামের শীতলা মন্দিরে অন্নভোগ প্রসাদ সকলকে বসিয়ে প্রসাদ সেবন করানো হয়। জানালেন উৎসব কমিটির সভাপতি বিশ্বনাথ সিনহা, কার্যকরী সভাপতি কানাই সিনহা এবং উৎসব কমিটির সাধারণ সম্পাদক বীরেন কর প্রমূখ।
No comments