মণিপাল হসপিটালস কলকাতা: উন্নত প্রযুক্তি ও মানবিক চিকিৎসায় নতুন দিগন্ত! তমলুক শহরে এক সাংবাদিক বৈঠক করে জানান, সারাভারতের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান মণিপাল হসপিটালস এখন পূর্ব ভারতে তাদের শক্তিশালী উপস্থিতি …
মণিপাল হসপিটালস কলকাতা: উন্নত প্রযুক্তি ও মানবিক চিকিৎসায় নতুন দিগন্ত!
তমলুক শহরে এক সাংবাদিক বৈঠক করে জানান, সারাভারতের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান মণিপাল হসপিটালস এখন পূর্ব ভারতে তাদের শক্তিশালী উপস্থিতি গড়ে তুলেছে। বর্তমানে ১৯টি শহরে ৩৮টি হাসপাতাল, ১০,৫০০+ বেড, ৭,২০০+ চিকিৎসক এবং ৬ কোটির বেশি রোগীর জীবনে ছোঁয়া রাখার অভিজ্ঞতা নিয়ে এগিয়ে চলেছে মণিপাল। কলকাতার মণিপাল হসপিটালসও সেই একই মান বজায় রেখে চিকিৎসা, পরিষেবা ও ক্লিনিকাল উৎকর্ষের দিক থেকে নতুন মানদণ্ড তৈরি করছে।
কলকাতায় পাঁচটি (ইএম বাইপাস, মুকুন্দপুর, ঢাকুরিয়া, ব্রডওয়ে, সল্টলেক) ও শিলিগুড়িতে দুটি মিলিয়ে মোট সাতটি হাসপাতাল রয়েছে। এখানে আছে ১,২০০ বেড, ৪৫০+ আইসিইউ বেড, ৪০টি ওপিডি, সাতটি ক্যাথ ল্যাব ও ১,১০০+ চিকিৎসক। এই হাসপাতালগুলো ইতিমধ্যেই বড় সাফল্য অর্জন করেছে—যেমন পূর্ব ভারতের প্রথম ওয়্যারলেস পেসমেকার ইনজেক্টেবল এআই প্রক্রিয়া, মাত্র দুই বছরের মধ্যে ১,০০০+ রোবট সহায়ক হাঁটু প্রতিস্থাপন সার্জারি, ৫০টিরও বেশি টেভার (TEVAR) প্রক্রিয়া এবং আধুনিক হৃদরোগের চিকিৎসা যেমন ট্যাভি (TAVI), সিএসপি প্রতিস্থাপন (CSP Implantation) এবং বাচম্যানের বান্ডেল পেসিং (Bachmann’s Bundle Pacing)।
ডা. দেবপম গোস্বামী, কনসালট্যান্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মণিপাল হসপিটাল ব্রডওয়ে বলেন—
"আমাদের পরিকাঠামো ও সমন্বিত সিস্টেম পূর্ব ভারতের মানুষের জন্য দেশের সেরা মানের হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করছে। প্রতিরোধমূলক স্ক্রিনিং থেকে আধুনিকতম ট্রিটমেন্ট পর্যন্ত সবকিছু এখন কলকাতাতেই পাওয়া যাচ্ছে।"
ডা. অরিজিৎ চক্রবর্তী, কনসালট্যান্ট নিউরোসার্জন, মণিপাল হসপিটাল ব্রডওয়ে বলেন—
"নিউরোসার্জারিতে দ্রুত ও নির্ভুল চিকিৎসা জরুরি। আমাদের আধুনিক যন্ত্রপাতি, বিশেষজ্ঞ দল এবং রোগীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি জটিল ব্রেন ও স্পাইন কেসে সফল ফলাফল দিচ্ছে।"
কলকাতায় মণিপালের সঙ্গে যুক্ত আছেন বহু খ্যাতনামা চিকিৎসক—ডা. কুনাল সরকার, ডা. রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য, ডা. সুভাষ কুমার টোডি, ডা. বিকাশ কাপুর, ডা. প্রকাশ কুমার হাজরা, ডা. সুজিত চৌধুরী, ডা. জয়ন্ত রায়, ডা. দিলীপ কুমার, ডা. দিলীপ কুমার পাহাড়ি, ডা. প্রদীপ্ত কুমার সেঠি, ডা. লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠি, ডা. সৌরভ দত্ত, ডা. শুভায়ু বন্দ্যোপাধ্যায়, ডা. কাঞ্চন ভট্টাচার্য, ডা. দেবরাজ জাশ, ডা. দীপেন্দ্র কুমার প্রধান, ডা. অতনু কুমার জানা, প্রফেসর (ডা.) রবীন্দ্র নাথ চক্রবর্তী, ডা. দেবাশিস চক্রবর্তী, ডা. সুভাষিস সাহা, ডা. দিব্যেন্দু কুমার রায়, ডা. গৌতম দাস, ডা. শুভজিৎ পাল, ডা. সন্দীপ সরকার, ডা. কৃষ্ণেন্দু মুখার্জী, ডা. সুশ্রুত বন্দ্যোপাধ্যায়, ডা. অরিজিৎ ঘোষ, ডা. সুজয় চট্টোপাধ্যায়, ডা. শুভভ্রত বন্দ্যোপাধ্যায়, ডা. জয়ন্ত দাস, ডা. রঞ্জন শর্মা, ডা. রাজীব চট্টোপাধ্যায়, ডা. সৌমিত্র মিশ্র, ডা. অনসূ সেন, ডা. সুজয় মৈত্র ও ডা. অভিনিবেশ চট্টোপাধ্যায়।
আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অত্যাধুনিক অবকাঠামো এবং মণিপালের মানবিক দৃষ্টিভঙ্গি—এই তিনের সমন্বয়ে এখন পূর্ব ভারতের রোগীদের আর রাজ্যের বাইরে যেতে হবে না উন্নত চিকিৎসার খোঁজে। দক্ষিণ ভারতের বিশ্বস্ত মান এখন কলকাতার দোরগোড়ায়—মণিপাল হসপিটালস কলকাতা এনে দিচ্ছে বিশ্বমানের চিকিৎসা সাফল্য, আপনার শহরেই।
No comments