Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দকুমারে অবৈধ গোডাউনে পুলিশি হানা,গ্রেফতার ১, সিজ ১ টি লরি সহ কয়েকশত লিটার তেল!

নন্দকুমারে অবৈধ গোডাউনে পুলিশি হানা,গ্রেফতার ১, সিজ ১ টি লরি সহ কয়েকশত লিটার তেল!ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট বাঞ্চ ও পুলিশের যৌথ অভিযান নন্দকুমারে অবৈধ গোডাউনে পুলিশি হানা,গ্রেফতার ১, সিজ ১ টি লরি সহ ২ টি ফলস নম্বরপ্লেট এবং কয়েকশ …

 



নন্দকুমারে অবৈধ গোডাউনে পুলিশি হানা,গ্রেফতার ১, সিজ ১ টি লরি সহ কয়েকশত লিটার তেল!

ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট বাঞ্চ ও পুলিশের যৌথ অভিযান নন্দকুমারে অবৈধ গোডাউনে পুলিশি হানা,গ্রেফতার ১, সিজ ১ টি লরি সহ ২ টি ফলস নম্বরপ্লেট এবং কয়েকশ লিটার তেল।নন্দকুমার এর মাধবপুরে অবৈধ তেল কাটিং গোডাউনে  পূর্ব মেদিনীপুর জেলা এনফোর্সমেন্ট শাখা ও নন্দকুমার  পুলিশের যৌথ অভিযান।পুলিশ সূত্রে জানা গিয়েছে রাত প্রায় ২ টায় সূত্র মারফত খবর পেয়ে মাধবপুরের একটি অবৈধ তেল কাটিং গোডাউনে  হানা দেয় পুলিশ।কয়লা পেট্রোলিয়াম দ্রব্য সহ একাধিক জিনিস উদ্ধার। ঘটনায় গ্রেফতার ১।যার বাড়ি বিহারে বলেই জানা গিয়েছে। সিজ করা হয়েছে একটি তেল ট্যাঙ্কার সহ গোডাউনে থাকা ফলস নম্বর প্লেট,কয়েক হাজার লিটার কাটিং তেল , বিটুমিনাস দ্রব্য ইত্যাদি।পুলিশ সূত্রে জানা যায়, আগাম খবর থাকায় তারা হঠাৎই হানা দেয় ওই গোডাউনে। প্রসঙ্গত বেশ কিছুদিন পূর্বেই কোলাঘাটে ও একটি তেল কাটিং কারখানায় হানা দিয়েছিল পুলিশ। সেখানেও ২৭ টি তেলের ব্যারেল,বিটুমিনাস দ্রব্য এবং দুটি লরি সিজ করা হয়েছিল।  পূর্ব মেদিনীপুর অ্যাডিশনাল পুলিশ সুপার নিখিল আগারওয়াল জানিয়েছিন আরো এরকম অবৈধ তেল কাটিং চলছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে। যেরকম খবর আসবে, তারা সেরকম হানা দেবেন।

No comments