সাউথইস্টার্ন ট্রেন যাত্রী সুরক্ষা কমিটির উদ্যোগে স্মারকলিপি প্রদান!খড়গপুর ডিভিসান রেল কর্তৃপক্ষ ও দক্ষিণ-পূর্ব রেলের রেল আধিকারিক তথা রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে বিভিন্ন সময়ে তারা স্মারকলিপি দিয়ে এসেছেন, সর্বোপরি রেলমন্ত্রী…
সাউথইস্টার্ন ট্রেন যাত্রী সুরক্ষা কমিটির উদ্যোগে স্মারকলিপি প্রদান!
খড়গপুর ডিভিসান রেল কর্তৃপক্ষ ও দক্ষিণ-পূর্ব রেলের রেল আধিকারিক তথা রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে বিভিন্ন সময়ে তারা স্মারকলিপি দিয়ে এসেছেন, সর্বোপরি রেলমন্ত্রীর কাছে জানিয়েছেন তাদের দাবিগুলি। বর্তমান নব নিযুক্ত বি আর এম খড়গপুর ডিভিশন মোহন পান্ডের হাতে তাদের স্মারকলিপি জমা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সূত্রে জানা যায় নির্ধারিত সময়ের অনেক আগেই উনি হলদিয়া পরিদর্শন ছেড়ে চলে যায় ।তাই উনার হাতে ওই স্মারকলিপি দিতে পারেনি।
সূত্রে জানা যায়,খড়্গপুর ডিভিশনে বি আর এম আসার কথা ছিল হলদিয়া সাবডিভিসনের বিভিন্ন স্টেশনগুলি পরিদর্শনের জন্য সে জন্য সাউথ ইস্ট্রান রেলওয়ে পেসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রস্তুত ছিলেন বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি তারা তুলে দেবেন।
কিন্তু নির্দিষ্ট সময়ের অনেক আগেই হলদিয়ার পরিদর্শনে আসার জন্য স্মারকলিপি হাতে জমা দিতে পারলেন না। সূত্রে জানা যায় এই স্মারকলিপি ইমেল এর মাধ্যমে পৌঁছে দিলেন । এই স্মারকলিপিতে প্রায় ১৮ দফা দাবি রয়েছে। এই স্মারকলিপি যেমন বিআরএম মোহন পান্ডে জি কে পৌঁছানো হবে তারই সাথে তমলুক লোকসভার সাংসদ এবং কাঁথি লোকসভার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন্দু অধিকারী কেও পাঠানো হবে। তার মধ্যে মূলত তিনটি দাবি রয়েছে বিশেষ করে হলদিয়া থেকে আরও বেশি করে ট্রেন চালানো। কয়েকটি হল স্টেশন তৈরি হওয়ার প্রস্তাব রয়েছে। সেই গুলোকে দ্রুত সম্পন্ন করা। সকালে শ্রমিক ভাইদের জন্য ট্রেন চালানো জন্য দাবি করা হয়েছে আজকের এই স্মারকলিপিতে। জানিয়েছেন সম্পাদক সরোজ ঘোড়াই এবং সভাপতি শক্তি প্রসাদ বেরা।
No comments