ওয়াটার ক্যারিয়ার ও সুইপারদের ঘাটাল মহকুমা* *ভূমি দপ্তরের ডেপুটেশন!সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : আজ মেদিনীপুর জেলা ওয়াটার ক্যারিয়ার এণ্ড সুইপার ইউনিয়ন(কর্মবন্ধু)ঘাটাল মহকুমা কমিটির উদ্যোগে ১৯৯৯ সাল থেকে বকেয়া প্রদান,গ্রুপ …
ওয়াটার ক্যারিয়ার ও সুইপারদের ঘাটাল মহকুমা* *ভূমি দপ্তরের ডেপুটেশন!
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : আজ মেদিনীপুর জেলা ওয়াটার ক্যারিয়ার এণ্ড সুইপার ইউনিয়ন(কর্মবন্ধু)ঘাটাল মহকুমা কমিটির উদ্যোগে ১৯৯৯ সাল থেকে বকেয়া প্রদান,গ্রুপ ডি কর্মচারী পদে নিয়োগ,সরকারি কর্মচারীর মর্যাদা,অর্থ দপ্তরের নির্দেশ অনুসারে অবসরকালে ৫ লক্ষ টাকা অনুদান,মৃত ও অক্ষম কর্মচারীর পোষ্যকে ওই পদে নিয়োগ ইত্যাদি দাবীতে ঘাটাল এস.ডি.এল.এন্ড এল.আর.ও.অফিসে ডেপুটেশন দেন। এস.ডি.এল.এন্ড এল.আর.ও.দেবতোষ দাস ডেপুটেশন গ্রহণ করেন। এবং দাবীগুলি রূপায়ণের বিষয়ে তাঁর অক্ষমতার কথা জানান। ইউনিয়নের পক্ষে দাসপুর বি.এল.এন্ড এল.আর.ও. অফিসের ওয়াটার কেরিয়ার এন্ড সুইপার দুলাল দোলই জানান,আমাদের ন্যায্য দাবী আদায়ের জন্য ১৯৯৯ সাল থেকে আমরা ইউনিয়ন গঠন করে আন্দোলন চালিয়ে আসছি। কিছু দাবী আদায় হলেও এখনো পর্যন্ত উক্ত দাবীগুলি সম্পূর্ণ আদায় হয়নি। আমরা দাবী আদায়ের লক্ষ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বদ্ধপরিকর। ডেপুটেশনে উপস্থিত ছিলেন,এ. আই.ইউ.টি.ইউ.সি.'র রাজ্য নেতা সমরেন্দ্র নাথ মাজী এবং পশ্চিম মেদিনীপুর জেলা নেতা জগবন্ধু মাজী।
No comments