হর ঘর তিরঙ্গা অভিযান !আর কয়েকদিন পরেই ১৫ই আগস্ট বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব পাঠাগার এবং অফিস আদালতে এবং সার্বোপরি ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
জাতীয় তেরেঙ্গা পতাকা…
হর ঘর তিরঙ্গা অভিযান !
আর কয়েকদিন পরেই ১৫ই আগস্ট বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব পাঠাগার এবং অফিস আদালতে এবং সার্বোপরি ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
জাতীয় তেরেঙ্গা পতাকা সবাই মান্যতা দেন আপাময় ভারতবাসী। ভারতের স্বাধীনতার চেতনাকে স্মরণ করার জন্য বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এন এস এস ইউনিট ওয়ান দ্বারা একটি হর ঘর তেরঙ্গা আয়োজন করা হয়েছিল ।
সম্প্রতি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিটি ঘরে ঘরে এই তেরঙ্গা পতাকা উত্তোলন করে অভিনব প্রচার করলেন বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিট ওয়ান।
বিজ্ঞাপন:
আজ ১২ই আগষ্ট আন্তর্জাতিক যুব দিবসে চৈতন্যপুর রামপুর এলাকায় পথযাত্রী এবং বাড়ি বাড়ি মানুষদের হাতে তেরঙ্গা পতাকা তুলে দিলেন।
No comments