Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্ষুদিরামের প্রয়াণ দিবসে বিএমএস এর উদ্যোগে রক্তদান শিবির!

ক্ষুদিরামের ১১৭ তম প্রয়াণ দিবসে রক্তদান শিবির!আজ মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৭ তম জন্ম প্রয়াণ দিবসে হলদিয়া শিল্পর শহরের জনক তমলুক লোকসভা কেন্দ্রের প্রথম সাংসদ সর্বাধিনায়ক বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র সামন্ত চ্…

 




ক্ষুদিরামের ১১৭ তম প্রয়াণ দিবসে রক্তদান শিবির!

আজ মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৭ তম জন্ম প্রয়াণ দিবসে হলদিয়া শিল্পর শহরের জনক তমলুক লোকসভা কেন্দ্রের প্রথম সাংসদ সর্বাধিনায়ক বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র সামন্ত চ্যারিটিবল ট্রাস্টের উদ্যোগে রক্তদান শিবির।


প্রচন্ড তাপপ্রবাহের চলছে। রক্তের প্রয়োজন মুমূর্ষ রোগীদের রক্তের যোগান যোগাতেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির চলছে। আজ ১১ আগষ্ট  বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৭ তম প্রয়াণ দিবসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সুতাহাটায়। এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন যুবক যুবতী রক্তদান দিলেন। আজকের এই মহতি সভায় উপস্থিত ছিলেন মহিষাদল ভারত সেবাশ্রম সংঘ মহারাজ গৌতম মহারাজ । উপস্থিত ছিলেন লক্ষ্যা হাইস্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ কুইল্যা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা নেতৃত্ব নকুল চন্দ্র খাঁটি, মীনাক্ষী মাইতি উপস্থিত ছিলেন সতীশ সামন্ত চ্যারিটিবল  সদস্য সদস্যা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সতীশ সামন্ত চ্যারিটিবল ট্রাস্টের সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন মুমূর্ষ রোগীদের জন্য আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই  ট্রাস্টের প্রথম প্রয়াস কিন্তু আমরা গত বছর থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে আমরা প্রতি ব্রতি হয়েছি। আসন্ন দুর্গোৎসবে সতীশ সামন্ত চ্যারিটিবল ট্রাস্টের উদ্যোগে এবারের দ্বিতীয় বর্ষ দুর্গো উৎসব অনুষ্ঠিত হবে। আজকের এই সভায় ক্ষুদিরামের আত্ম বলিদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন লক্ষ্যা হাই স্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি প্রমূখ।

No comments