বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের উদ্যোগে “হর ঘর তিরঙ্গা অভিযান”
বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের এন.এস.এস. ইউনিট – I-এর উদ্যোগে ৮ই আগস্ট থেকে ১৫ই আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত “হর ঘর তিরঙ্গা” অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে।
মহাবিদ্যালয়ের…
বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের উদ্যোগে “হর ঘর তিরঙ্গা অভিযান”
বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের এন.এস.এস. ইউনিট – I-এর উদ্যোগে ৮ই আগস্ট থেকে ১৫ই আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত “হর ঘর তিরঙ্গা” অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে।
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড: মানবেন্দ্র সাহু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন। এ সময় কলেজের অধ্যাপক - অধ্যাপিকা, শিক্ষা সহায়ক কর্মচারী এবং এন.এস.এস. স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।এই অভিযানে কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি গৃহীত বরদা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ এবং স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। জাতীয় পতাকার তাৎপর্য , পতাকা বিতরণ ও রেলির আয়োজন করা হয়। কর্মসূচিটি দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে সকল স্তরের মানুষের মধ্যে এক প্রাণবন্ত জাতীয় গর্বের পরিবেশ সৃষ্টি করে। সমগ্র কর্মসূচিটি এনএসএস ইউনিট -I এর প্রোগ্রাম অফিসার শ্রী চিরঞ্জিত দাস পরিচালনা করেন।
No comments