৭৯ তম স্বাধীনতা দিবস প্রাক্কালে পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়ার পরে তাম্রলিপ্ত শহরে পালকো টয়োটা গাড়ির শোরুম উদ্বোধন।
কলকাতার পর এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলার শিল্প-শহর হলদিয়ার পরে তাম্রলিপ্ত শহর তমলুক মানিকতলায় পালকো টয়োটা …
৭৯ তম স্বাধীনতা দিবস প্রাক্কালে পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়ার পরে তাম্রলিপ্ত শহরে পালকো টয়োটা গাড়ির শোরুম উদ্বোধন।
কলকাতার পর এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলার শিল্প-শহর হলদিয়ার পরে তাম্রলিপ্ত শহর তমলুক মানিকতলায় পালকো টয়োটা কোম্পানি শোরুম উদ্বোধন হল।
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেছাদা রাজ্য সড়ক মানিকতলায় ঢোকার আগেই পালকো টয়োটা কোম্পানির গাড়ির শোরুম উদ্বোধন হল।
বিভিন্ন মডেলের চোখ ধাঁধানো কালারের সম্ভার নিয়ে তাম্রলিপ্ত শহরের মানুষের সামনে নিয়ে এলো টয়োটা কোম্পানির গাড়ি। কোম্পানির সূত্রে জানা যায় তমলুক শহরে এই প্রথম শোরুম উদ্বোধন হয়।
উপস্থিত ছিলেন তমলুক থানার সেকেন্ড অফিসার সন্তু নস্কর, ছিলেন পালকো টয়োটা অটোমোবাইলস কোম্পানির জেনারেল ম্যানেজার রাজা চক্রবর্তী, ম্যানেজিং ডাইরেক্টর পার্থপ্রতিম পাল , ছিলেন ম্যানেজার তাজ আফজাল, তিনি বলেন মানুষের সময় নষ্ট করে কলকাতা যাওয়ায় দরকার নেই । সময়ের কথা মাথায় রেখেই হলদিয়া , কাঁথি পরে মেচাদা এবং তমলুক শহরে এই শোরুমের উদ্বোধন হয়। থাকছে ডাউন পেমেন্ট এবং ফিনান্স এর ব্যবস্থা। মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন মডেলের গাড়ি থাকছে এই শোরুমে ১৪ ই আগস্ট তমলুক মানিকতলা এলাকায় এই গাড়ির শোরুম উদ্বোধন হয়। পালকো টয়োটা অটোমোবাইলস সেলস্ ম্যানেজার মিঃ বিশ্বজিৎ সমাদ্দার। তিনি জানান শোরুম উদ্বোধনের আগেই মানুষের চাহিদা ছিল সকলের কথা মাথায় রেখেই আজকের দিনে কয়েকটি গাড়ি বুকিং হয়েছে। তমলুক শহর মানিকতলা এলাকার মানুষ আরো অন্যান্য গাড়ির দেখে গাড়ি কালার এবং মডেল গুলির উপর আকর্ষিত হবে।
No comments