৫২তম বার্ষিক সাধারণ সভায় কেন সুবর্ণজয়ন্তী বর্ষের সমাপন অনুষ্ঠান !সুতাহাটা-হলদিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট-কাম-কনজিউমারস্ সোসাইটি লিমিটেড"-এর ৫২ তম বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় হলদিয়া পৌরসভার …
৫২তম বার্ষিক সাধারণ সভায় কেন সুবর্ণজয়ন্তী বর্ষের সমাপন অনুষ্ঠান !
সুতাহাটা-হলদিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট-কাম-কনজিউমারস্ সোসাইটি লিমিটেড"-এর ৫২ তম বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় হলদিয়া পৌরসভার রবীন্দ্র-নজরুল মুক্তমঞ্চে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/3qJBbJuAVIE
অন্যান্য বছরের মতো এ বছরও সংগঠনের সদস্য অবসরপ্রাপ্ত কর্মচারীদের উপস্থিতিতে ও কৃতি ছাত্র -ছাত্রী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং, সিভিক ভলেন্টিয়ার্স দের, সমাজ বন্ধু শববাহী গাড়ি চালক, অবসরপ্রাপ্ত কর্মচারী দের সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা দেওয়া হয় ভাবা মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী কুশল ভট্টাচার্য। সুবর্ণ জয়ন্তী বর্ষে নির্বাচন থাকায় ৫২ তম বর্ষের সুবর্ণজয়ন্তীর সমাপন অনুষ্ঠানে রক্তদান শিবির চারা গাছ বিতরণ কর্মসূচি পালিত হয় রক্তদান শিবিরে রক্ত দান করলেন প্রায় ৪২ জন যুবক যুবতী। সভার শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন মধ্য দিয়ে সভা কাজ শুরু হয়। সুতাহাটা হলদিয়া স্টেট গভমেন্ট এমপ্লয়ী কোপারেটিভ সোসাইটি ৫২ তম সাধারণ সভায় উপস্থিত ছিলেন। উদ্বোধক : শ্রী উত্তম বারিক, বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভা ও সভাধিপতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ।প্রধান বক্তা ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী, হলদিয়া মহকুমার শাসক এবং হলদিয়া পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জী, ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর,বিধায়ক হলদিয়া তাপসী মণ্ডল, পূর্ব মেদনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি রাজস্ব ) বৈভব চৌধুরী, হলদিয়া উন্নয়ন পর্ষদ এর ভাইস চেয়ারম্যান সাধন জানা, হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি, মৌমিতা ঘোড়াই প্রধান, শ্রীকান্ত মাইতি, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র, ছিলেন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ। সভায় আপ্যায়ন করেন সম্পাদক সুজয় পণ্ডা, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নটরাজ গিরি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সুতাহাটা-হলদিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট-কাম-কনজিউমারস্ সোসাইটি লিমিটেড" বোর্ড অফ ডাইরেক্টর ও প্রাক্তন সম্পাদক শ্যামল কুমার পট্টনায়েক। তিনি বলেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য এছাড়া হাসপাতালে রক্তের যোগান যোগাতে মুমূর্ষু রোগীদের জন্য আমরা রক্তদান শিবিরের অনুষ্ঠিত করেছি। এছাড়াও সারা বছর ধরে ১৫ ই আগস্ট ২৬ শে জানুয়ারি হাসপাতালে আমরা ফল বিতরণ করে থাকি। দীঘা সমুদ্র সৈকতে একটি হলিউড হোম করার প্রস্তাব জেলা শাসক কে দিয়েছি। জেলা শাসক মানবিকভাবে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। তিনি বলেন বিভিন্ন কোপারেটিভ বিভিন্ন সংস্থার দীঘা সৈকত শহরে তাদের নিজস্ব হলিড হোম রয়েছে। আমাদের প্রায় দু হাজার সদস্য রয়েছেন সকলেই চাইছেন আমাদের নিজস্ব একটি হলিড হোম হোক সেজন্যই আমরা আজ জেলা শাসকের নিকট জায়গার জন্য আবেদন করেছি। সংগঠনের বাৎসরিক সভায় অতিথিদের জেলার বিভিন্ন তথ্যমূলক হেরিটেজ ছবিগুলি দিয়ে ছাতা উপহার দেওয়া হয়। সূত্র ধরে রাজ্য সরকারি কর্মচারীদের সরকারের জনমুখী পরিষেবা দেওয়ার গুরুত্বপূর্ণ কর্তব্য বলে জানালেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী। তিনি বলেন রাজ্য সরকারি কর্মচারীদের মানুষের আপদে-বিপদে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ছাতা হয়ে থাকতে হবে। সরকারি কর্মচারীদের আচার-আচরণে কথাবার্তা সরকারি ভাবমূর্তি জড়িয়ে থাকে। সে কথা মাথায় রেখে দায়িত্ব পালন করবেন।
No comments