Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কুঁকড়াহাটি ফেরিঘাটে ভেসেলের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী ভেসেল!

কুঁকড়াহাটি ফেরিঘাটে ভেসেলের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী ভেসেল! হলদিয়ার কুঁকড়াহাটি ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রায়চক যাওয়ার সময় কুঁকড়াহাটি ফেরিঘাটের কাছে টার্ন নিয়ে ঘোরানোর সময় ভেসেলের নীচের অং…

 




কুঁকড়াহাটি ফেরিঘাটে ভেসেলের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী ভেসেল!

 হলদিয়ার কুঁকড়াহাটি ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রায়চক যাওয়ার সময় কুঁকড়াহাটি ফেরিঘাটের কাছে টার্ন নিয়ে ঘোরানোর সময় ভেসেলের নীচের অংশের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ। স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি না হলেও ভেসেলের অংশ নষ্ট হয়ে গেছে। ৬ই আগস্ট বুধবার বিকেল নাগাদ এই ঘটনায় ভেসেলের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফেরিঘাট থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। ওই ভেসেলে শতাধিক যাত্রী ছিল এবং বহু পণ্য খুচরো ব্যবসায়ীরা বিক্রির জন্য জিনিস নিয়ে আসতো। বিশেষ করে এপার থেকে ওপারে যাতায়াত করার জন্য মোটর বাইক ছিল বলে সূত্রে জানা যায়। সবটাই এখন জলের তলায়। উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর জানান যে যাত্রীদের ক্ষয়ক্ষতি সেই ধরনের হয়নি তবে নতুন করে পদক্ষেপ নিচ্ছেন কি করে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখবেন। এই ঘটনাকে কটাক্ষ করেছেন ভারতীয় মজলুর সংঘ পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন হলদিয়া উন্নয়ন পর্ষদ নামটাই রয়েছে উন্নয়নের কোনো কাজ হয়নি। শিল্প এলাকা থেকে ট্যাক্স  নেওয়া হয়। রাস্তায় আলো নেই খালাখন্দে ভর্তি কোনটাই ভালো নেই  । নতুন করে ঘটনা কুকড়াহাটি থেকে রায়চক ভেসেল সার্ভিস । ভেসেল ফুটো হয়ে ডুবে গেল যদিও জানা গেছে মানুষের প্রাণহানি হয়নি।ও ক্ষয়ক্ষতি সে ধরনের হয়নি ‌‌।  কিন্তু ভেসেল চলছে প্রতিনিয়ত ইনকাম হচ্ছে সেখানে রক্ষণাবেক্ষণের জন্য প্রতিনিয়ত লোক রাখা দরকার ছিল কিন্তু কোনভাবেই লোক না রেখেই শুধু ইনকামের পথ দেখছেন কোন ডেভলপমেন্ট বা উন্নয়নের পথ দেখতে পান না উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সহ আধিকারিকরা। উনি বলছেন যে কিছুই হয়নি কিন্তু ছোট ছোট বাচ্চা যারা ছিল তারা তো আতঙ্কিত যদিও কাছাকাছি হয়েছে যদি মাঝ-গঙ্গায় হতো সেই সকল মানুষের জীবনের দাম কি দেবে। কোন ঘটনা ঘটে গেলে দুঃখ প্রকাশ আর কিছু আর্থিক অনুদান দিয়ে পরিবারের মুখ চাপা দেবে, কিন্তু যাদের পরিবারের কোনো ক্ষতি হবে তার মূল্য কি দেবে হলদিয়া উন্নয়ন পর্ষদ।  রাজ্য সরকারের স্বশাসিত সংস্থা হলদিয়া উন্নয়ন পর্ষদ সেই উন্নয়ন পর্ষদ উন্নয়নের না কথা ভেবে রক্ষণাবেক্ষণের অভাবেই ঘটে চলছে একটার পর একটা বড় দুর্ঘটনা। অবিলম্বে যে সকল মানুষজন ও ভেসেলে ছোট ছেলে ও পন্য ছিল তার  ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করে হলদিয়া উন্নয়ন পর্ষদকে দেওয়া উচিত। ভেসেল গুলি প্রতিনিয়ত নজরদারি  ও মেনটেনেন্স করার জন্য লোক রাখা দাবি করছি।

No comments