হলদিয়া বারঅ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত করলেন অমরনাথ যাত্রা সাইকেল আরোহী সুরজিৎ কে!সাইকেলে করে অমরনাথ যাত্রা শেষ করে বাড়ি ফিরে সম্বর্ধিত হল হলদিয়া মহকুমার আদালতে। শিল্পশহর হলদিয়ার ছেলে সাইকেলে করে অমরনাথ যাত্রা শুরু করেছ…
হলদিয়া বারঅ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত করলেন অমরনাথ যাত্রা সাইকেল আরোহী সুরজিৎ কে!
সাইকেলে করে অমরনাথ যাত্রা শেষ করে বাড়ি ফিরে সম্বর্ধিত হল হলদিয়া মহকুমার আদালতে। শিল্পশহর হলদিয়ার ছেলে সাইকেলে করে অমরনাথ যাত্রা শুরু করেছিলেন প্রায় দুই হাজার চারশত কিলোমিটার রাস্তা ২৮ দিনে পাড়ি দিয়েছিলেন ৩৬ দিনের মাথায় বাড়ি ফিরে আসে হলদিয়া পৌরসভার ভবানীপুর থানার অন্তর্গত বাড়ি সুরজিৎ দাস।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/G0ahT7Y4iVc
গতবছর গিয়েছিল কেদারনাথ এ বছর অমরনাথ যাত্রা শুরু করেছিলেন বাই-সাইকেলে করে তিনি পাড়ি দিয়েছিলেন শিল্পশহর হলদিয়া থেকে। যাবার সময় হলদিয়া মহকুমার আদালতের বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা উনার পাশে ছিলেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। বাড়ি ফিরেই কৃতজ্ঞতা স্বীকার করলেন সুরজিৎ। বার অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য নিয়ে এলেন অমরনাথ যাত্রা মহাপ্রসাদ। সুরজিৎ কে পেয়ে বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা খুব খুশি হলেন তাদের জন্য অমরনাথ যাত্রার প্রসাদ নিয়ে আসার জন্য। আজ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সম্বর্ধিত করা হয়। জানালেন বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল মাঝি তিনি বলেন এই ধরনের কোনো উদ্যোগে আমরা সাধুবাদ জানাই ।যদি কেউ এই ধরনের সার্বিক উদ্যোগ নিয়ে আসে আমরাও তার পাশে থাকবো।
No comments