Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

'সত্য কথা বলা পাপ' কান ধরে ভুল স্বীকার সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কাউন্সিলরের!

'সত্য কথা বলা পাপ' কান ধরে ভুল স্বীকার সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কাউন্সিলরের!
তমলুক পৌরসভার প্রাপ্য প্রায় দু কোটি টাকার কর বকেয়া রয়েছে বকেয়া থাকা সংস্থা গুলির মধ্যে বিভিন্ন সরকারি দপ্তর ব্যাংক এবং একাধিক নার্সিংহোম রয়ে…

 




'সত্য কথা বলা পাপ' কান ধরে ভুল স্বীকার সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কাউন্সিলরের!


তমলুক পৌরসভার প্রাপ্য প্রায় দু কোটি টাকার কর বকেয়া রয়েছে বকেয়া থাকা সংস্থা গুলির মধ্যে বিভিন্ন সরকারি দপ্তর ব্যাংক এবং একাধিক নার্সিংহোম রয়েছে। এই নার্সিংহোমগুলির কয়েকটি তৃণমূল নেতাদের মালিকাধীন সেই নার্সিংহোমগুলি পৌরসভার কর বকেয়া রাখায় দুর্নীতির অভিযোগ তুলে সবর হয়েছেন বিজেপি।

প্রায় দু কোটি টাকার কর আদায় হয়নি। বিভিন্ন নার্সিংহোম ব্যাংক পৌরসভার কর দেয়নি, বকা এই করের কথা ফাঁস করে বিপাকে তমলুক পৌরসভার তৃণমূল কাউন্সিলর আইনজীবী পার্থসারথি মাইতি। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেছেন তৃণমূল এই কাউন্সিলর সেখানে নিজের কান ধরে ছবি পোস্ট করে লিখেছেন কান ধরে ভুল স্বীকার করছি। সত্য কথা বলা পাপ তার এই পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর।

বিশেষ সূত্রে জানা গেছে তমলুক পৌরসভার প্রাপ্য প্রায় ২ কোটি টাকার কর বকেয়া রয়েছে। বকেয়া থাকার সমস্ত আগুনের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তর ব্যাংক এবং একাধিক নার্সিংহোম রয়েছে। এই নার্সিংহোম গুলির কয়েকটি তৃণমূল নেতাদের মালিকাধীন সেই নার্সিংহোম গুলি পৌরসভার কর বকেয়া রাখায় দুর্নীতির অভিযোগ তুলে সফর হয়েছেন বিজেপি। বিজেপি কাউন্সিলর শর্বরী চক্রবর্তী অভিযোগ করেন, আসকদলের নেতাদের মদতই এই বকেয়া জমেছে।

তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী পার্থসারথি মাইতি ওই বকেয়া করের কথা ফাঁস করায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। সূত্রে জানা যায় তারপরেই তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে পার্থসারথি মাইতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন। এই হুঁশিয়ারির পরেই পার্থসারথি মাইতি  কান ধরে নিজের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। যদিও এ বিষয়ে পার্থসারথি মাইতি নিজে আর কোন মন্তব্য করতে রাজি হয়নি। তবে বিশেষ সূত্রে জানা যায় পৌরসভার আভ্যন্তরীণ খবর ফাঁস করা তাকে বিভিন্ন ভুয়া ফেসবুক একাউন্ট থেকে আক্রমণ করা হচ্ছে। প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। তৃণমূল কাউন্সিলরের এই কান ধরে ভুল শিকারের পোস্ট ঘিরে তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে নারাজ। তবে এই ঘটনার তমলুক পৌরসভার অন্দরে চাপার উত্তর বেড়েছে জেলা তৃণমূল নেতৃত্বকে খোচা দিয়েই পার্থসারথি এই পোস্ট করেছেন কিনা তা নিয়ে জল্পনা বাড়ছে।








 

No comments